দেশ

Train Ticket Discount | অসুস্থ অবস্থায় অথবা চিকিৎসা করাতে ট্রেনে ভ্রমণ করছেন? রেল দেবে টিকিটে ছাড়! জানুন কত!

Train Ticket Discount | অসুস্থ অবস্থায় অথবা চিকিৎসা করাতে ট্রেনে ভ্রমণ করছেন? রেল দেবে টিকিটে ছাড়! জানুন কত!
Key Highlights

ভারতের লাইফলাইন রেল। অন্য শহর-জেলা বা রাজ্যে যাওয়ার জন্য প্রতিদিন কয়েক লক্ষ মানুষ রেলপথকে বেছে নেন। আর রেলযাত্রীদের নানান সুযোগ সুবিধাও দিয়ে থাকে ভারতীয় রেলওয়ে। তবে কী কী ক্ষেত্রে রেল যাত্রীরা সুবিধা পেয়ে থাকেন সে ব্যাপারে অনেকেই খোঁজ রাখেন না। যেমন, অনেকেই জানেন না অসুস্থ যাত্রীদের জন্য ট্রেনের টিকিট ছাড় (discount train tickets​) পাওয়া যায়।সেক্ষেত্রে অসুস্থ অবস্থায় ট্রেনে ট্র্যাভেল করলে জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন? চলুন জেনে নেওয়া যাক-

ভারতের লাইফলাইন রেল। অন্য শহর-জেলা বা রাজ্যে যাওয়ার জন্য প্রতিদিন কয়েক লক্ষ মানুষ রেলপথকে বেছে নেন। আর রেলযাত্রীদের নানান সুযোগ সুবিধাও দিয়ে থাকে ভারতীয় রেলওয়ে। তবে কী কী ক্ষেত্রে রেল যাত্রীরা সুবিধা পেয়ে থাকেন সে ব্যাপারে অনেকেই খোঁজ রাখেন না। যেমন, অনেকেই জানেন না অসুস্থ যাত্রীদের জন্য ট্রেনের টিকিট ছাড় (discount train tickets) পাওয়া যায়। সেক্ষেত্রে অসুস্থ অবস্থায় ট্রেনে ট্র্যাভেল করলে জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন? চলুন জেনে নেওয়া যাক-

ভারতীয় রেল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, কিছু ক্ষেত্রে অসুস্থ যাত্রীকে ১০০ শতাংশ পর্যন্ত রেলের টিকিটে ছাড় দেওয়া হয়। কিন্তু যাত্রী কতটা অসুস্থ তার ওপর নির্ভর করে সেই ট্রেনের টিকিটে ছাড় (discount train tickets​) দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে যাত্রীর রোগ কী সেটিও জানাতে হয় রেলকে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়। 

ক্যানসার রোগীর ক্ষেত্রে : ট্রেনে ক্যানসার রোগী-যাত্রী এবং সঙ্গে থাকা একজন স্লিপার ক্লাস (sleeper class​) এবং এসি তিন টায়ারে ১০০ শতাংশ টিকিটে ছাড় পান। ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। ফার্স্ট এসি কার, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে টিকিটে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়। অ্যাটেনডেন্ট স্লিপার এবং এসি ৩ টায়ারে (ac 3 tier)​ ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়।

টিবি রোগীর ক্ষেত্রে : রেলের নিয়ম অনুযায়ী টিবি রোগী-যাত্রী এবং তাঁর সঙ্গে থাকা একজন যাত্রীও ট্রেনের টিকিট ছাড় (discount train tickets​ ) পেয়ে থাকেন। সেক্ষেত্রে সেকেন্ড, স্লিপার ক্লাস (sleeper class​) এবং ফার্স্ট ক্লাসে ৭৫ শতাংশ পর্যন্ত রেলওয়ে টিকিটে ছাড় দিয়ে থাকে। 

হার্ট সার্জারি অথবা ডায়ালেসিস করতে যাওয়া রোগীর ক্ষেত্রে : কোনও যাত্রী যদি হার্ট সার্জারির জন্যে বা ডায়ালেসিস করতে ট্রেনে চেপে কোথাও যান তাহলেও সেক্ষেত্রে টিকিটে ছাড় দেওয়া হয়। সেক্ষেত্রে সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস এসি ৩ টায়ার (ac 3 tier)​ এবং এসি চেয়ার কারে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। একই ভাবে ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারে ৫০ শতাংশ ছাড় পাওয়া যায় রেলের তরফ থেকে।

ট্রেনে চিকিৎসা করাতে যাওয়ার সময়, অসুস্থ যাত্রীদের ট্রেনের টিকিটে ভালো পরিমাণ ছাড় দিয়ে থাকে ভারতীয় রেল। তবে সংশ্লিষ্ট যাত্রী যে অসুস্থ সেই সংক্রান্ত প্রামাণ্য নথি রেলকে জমা দিতে হবে। ডাক্তারের সার্টিফিকেট কিংবা প্রেসক্রিপশনও জমা দিতে হতে পারে। প্রয়োজনে রেলের চিকিৎসক ওই অসুস্থ যাত্রীকে পরীক্ষাও করতে পারেন।