Indian Railway | প্রবীণ নাগরিকদের জন্য থাকবে আলাদা কামরা! লোকাল ট্রেনে বড় বদল আনছে রেল কর্তৃপক্ষ!

Tuesday, July 8 2025, 6:59 am
highlightKey Highlights

লোকাল ট্রেনে যাতে প্রবীণদের যাতায়াত করতে সমস্যা না হয় তার জন্য থাকবে আলাদা কামরা।


 প্রবীণ নাগরিকদের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে রেল। লোকাল ট্রেনে যাতে প্রবীণদের যাতায়াত করতে সমস্যা না হয় তার জন্য থাকবে আলাদা কামরা। রেলওয়ে বোর্ডের তরফেই সিনিয়র সিটিজেন কামরা আনার পরিকল্পনা করা হয়েছে। রেল সূত্রে খবর, মুম্বই সাবার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য থাকবে এই আলাদা কামরা। এই কোচে ওঠা নামার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। থাকছে ২ জন ও ৩ জন করে বসার বেঞ্চ। প্রবীণ নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য হ্যান্ডেলগুলিও বেশ অনেকটা নীচে রাখা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File