সেলিব্রিটি

৫ই নভেম্বর, ৩৪ তম জন্মদিন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির, অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া

৫ই নভেম্বর, ৩৪ তম জন্মদিন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির, অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া
Key Highlights

টি-২০ বিশ্বকাপের মাঝেই ক্রিকেটার বিরাট কোহলির ৩৪ তম জন্মদিন। এবারের জন্মদিন কীভাবে উদযাপন করলেন বিরাট কোহলি তা জেনে নেওয়া যাক।

ফের দুর্সময় কাটিয়ে চেনা ছন্দে ফিরেছেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। এরইমধ্যে জীবনের ইনিংসে বিরাট দিন। ৩৪ তম জন্মদিন প্রাক্তন ভারত অধিনায়কের। পরিবারের থেকে দূরে থাকলেও এবারের জন্মদিনের গুরুত্ব কোহলির কাছে একটু আলাদা। গত বছর এমন সময়ে ফর্ম হাতরে বেড়াচ্ছিলেন বিরাট। তবে এই বছর পরিস্থিতি বদলেছে। ফিরেছেন 'রান মেশিন' কোহলি। এসেছে বহু প্রতীক্ষিত শতরান। এই জন্মদিন তার কাছে শাপমুক্তিরও বলা চলে।

অনুশীলনের আগে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন, রাতে মেলবোর্নে 'বিরাট' পার্টি কোহলির তরফে

জন্মদিনের রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরাট কোহলি। স্পেশাল দিনে ভারতীয় দল তথা বিশ্ব জুড়ে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার থেকে তার কোটি কোটি ফ্যানেরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে। বিসিসিআইয়ের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে কিং কোহলিকে। েসখানে বিরাট কোহলিরক ক্রিকেট পরিসংখ্যান ও ২০১১ বিশ্বকাপ, ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কথা তুলে ধরা হয়েছে।

বিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকেও দলের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটারকে শুভেচ্ছা জানানো হয়েছে। যে ছবি শেয়ার করা হয়েছে আরসিবির তরফে সেখানে বিরাট কোহলিকে রাজকীয় বেশে দেখানো হয়েছে ও গ্রেটেস্ট অফ অল টাই বলা হয়েছে। সঙ্গে টি-২০ বিশ্বকাপের মুহূর্তও তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করছেন বিরাট কোহলি। রবিবার টি-২০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারত। সেমিতে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। জিম্বাবোয়ের বিরুদ্ধেও নিজের স্বপ্নের ফর্ম ধরে রাখাই লক্ষ্য বিরাট কোহলির।



WBJEE Result | বছরে পেরিয়েও খোঁজ নেই WBJEE রেজাল্টের, উদ্বেগে পরিক্ষার্থীরা, কী বললেন বোর্ডের চেয়ারপারসন?
Weather Update। শ্রাবনের ঝড়বৃষ্টিতে জেরবার মহানগরী, একনজরে দেখে নিন কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Weather Update। বৃষ্টিতে জেরবার মহানগরী, একনজরে দেখে নিন কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Jodi Dara | 'দ্রৌপদী প্রথা'য় একইসঙ্গে দুই সহোদর ভাইকে বিয়ে করলেন মহিলা! কী এই প্রথা? রয়েছে আইনি স্বীকৃতি?
Horseshoe Crab | ডাইনোসরের থেকেও বেশি সময় ধরে পৃথিবীতে বসবাস! হর্সশু কাঁকড়ার এক লিটার নীল রক্তের দাম ১১ লক্ষ কেন জানেন?
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]
শুধুই নিয়মিত শরীরচর্চা নয়, গরমে সুস্থ থাকতে খেতে হবে এই খাওয়ারগুলি