India vs South Africa T20 | আজ থেকে শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ! ডারবানে বৃষ্টি জন্য পিছিয়ে গেল প্রথম ম্যাচের টস!

Sunday, December 10 2023, 2:39 pm
highlightKey Highlights

আজ থেকে শুরু হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজ। ডারবানে বৃষ্টি। পিছিয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টস।


ওডিআই বিশ্বকাপ ২০২৩ (ODI World Cup 2023) এর পর সম্প্রতি শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ (India vs Australia T20 2023)। এবার আজ, ১০ই ডিসেম্বর, রবিবার থেকে সূচনা হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি ২০ (India vs South Africa T20) সিরিজ। বলা যেতে পারে ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ (India vs Australia T20) এর পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজ ক্রিকেট প্রেমীদের কাছে বছর শেষের উপহার! তবে কবে কোথায় কখন শুরু এই সিরিজ?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি ২০ (India vs South Africa T20) সিরিজের  প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি রবিবার, ১০ই ডিসেম্বর থেকে শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ডে হবে। ম্যাচ  সন্ধে ৭.৩০ মিনিট নাগাদ শুরু হওয়ার কথা। তার আগে ৭টা নাগাদ টস। তবে ডারবানে বৃষ্টির কারণে পিছিয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টস। দেরিতে শুরু হবে ম্যাচ।

Trending Updates

কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দূরদর্শনে বিনামূল্যে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ উপভোগ করতে পারবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

উল্লেখ্য, আগে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের ম্যাচগুলি প্রথমে শুরু হওয়ার কথা ছিল রাত ৯.৩০ থেকে। তবে সেই সময় পরিবর্তন করে প্রথম টি-২০ ম্যাচ শুরু ৭.৩০ থেকে। পরের দুটি ম্যাচ শুরু হবে রাত ৮.৩০ থেকে। একদিনের সিরিজের সময়ে কোনও পর্বর্তন হয়নি। টেস্ট সিরিজে প্রথম ম্যাচ ছিল দুপুর দেড়টা থেকে ও দ্বিতীয় ম্যাচ ছিল ২টো থেকে। পরিবর্তিত সূচি অনুযায়ী দুটি ম্যাচই হবে দেড়টা থেকে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজের সূচি:

প্রথম টি২০- ১০ ডিসেম্বর- ভারতীয় সময় রাত ৭.৩০, ডারবান

দ্বিতীয় টি২০- ১২ ডিসেম্বর- ভারতীয় সময় রাত ৮.৩০, জর্জেস পার্ক

তৃতীয় টি২০- ১৪ ডিসেম্বর- ভারতীয় সময় রাত ৮.৩০, জোহানেসবার্গ

উল্লেখ্য, গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে গিয়ে হারতে হয়েছিল, এবার তাই বদলা নেওয়ার পালা ভারতের। তিন ফর্ম্যাটের তিনটে সিরিজে আলাদা আলাদা দল রেখেছেন নির্বাচকরা। ভবিষ্যতের জন্য দল তৈরি করতে এই সিরিজকেই বেছে নিতে চান নির্বাচকরা। ফলে প্রতিটা প্লেয়ারের কাছে এটা চ্যালেঞ্জের। পাশাপাশি বিশ্বকাপে হারের পর প্রথম সারির প্লেয়াররা এই সিরিজে কামব্যাক করছেন, তাদের দিকেও নজর থাকবে এই সিরিজে। সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর এই সিরিজে প্রোটিয়াদের নেতা এইডেন মার্কব়্যাম। এই দুই দল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ বার জিতেছে ভারত এবং ১০ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১টি ম্যাচ অমীমাংসিত। দক্ষিণ আফ্রিকার মাটিতে মেন ইন ব্লু ৭টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৫টিতে আর হেরেছে ২টি। আগামী বছরের শুরুটাও নেলসন ম্যান্ডেলার দেশে করবেন রোহিত-বিরাটরা। এ বারের প্রোটিয়া সফরে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) টি-২০ (T20) সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে। তারপর ওডিআই ও টেস্ট সিরিজও খেলবে এই দুই দল।

প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারলেও, ঠিক পরপর ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ (India vs Australia T20 2023) এ জয় পেয়েছে ভারত। বিশ্বকাপে হারের পর আত্মবিশ্বাস জুগিয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ (India vs Australia T20) জয় করেছে ভারত। এক সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদব এই প্রসঙ্গে বলেন, বিশ্বকাপে হারাটা খুবই হতাশাজনক ছিল এবং সেটা এত সহজে ভুলে যাওয়াও সম্ভব নয়। তবে ভিন্ন ফর্ম্যাটে হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জয়টা কিন্তু ভারতের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অধিনায়ক সূর্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের সকলকে নির্ভীক ক্রিকেট খেলার পরামর্শই দিয়েছেন বলে জানান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File