India vs Pakistan Asia Cup 2023 | 'খলনায়ক' বৃষ্টির জেরে ভেস্তে গেলো সুপার ফোরের ভারত-পাক ম্যাচের প্রথম দিন! রিজার্ভ ডে-তেও বৃষ্টি হলে কী হবে টিম ইন্ডিয়ার?

Monday, September 18 2023, 7:51 am
highlightKey Highlights

রবিবার ভারত বনাম পাক এশিয়া কাপ ২০২৩ এর সুপার ফোরের ম্যাচ বৃষ্টির জেরে গড়ায় রিজার্ভ ডে-তে। ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ এর এদিনের ম্যাচেও বৃষ্টি হলে বেশ মুশকিলে পড়তে হবে ভারত ক্রিকেট দলকে।


আশঙ্কা যেটা ছিল, সেটাই হলো। রবিবার কলম্বোয় (Colombo) ভারত বনাম পাক এশিয়া কাপ ২০২৩ (India vs Pak Asia Cup 2023) ভেস্তে গেলো বৃষ্টির কারণে। আগামীকাল রিজার্ভ ডে-তে গড়াল ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ (India vs Pakistan Asia Cup 2023) ম্যাচ।

বৃষ্টির কারণে ভেস্তে গেলো রবিবার কলম্বোয় ভারত বনাম পাক এশিয়া কাপ ২০২৩ ম্যাচ
বৃষ্টির কারণে ভেস্তে গেলো রবিবার কলম্বোয় ভারত বনাম পাক এশিয়া কাপ ২০২৩ ম্যাচ

ভারত বনাম পাক এশিয়া কাপ ২০২৩ (India vs Pak Asia Cup 2023) ম্যাচের প্রথম দিন বৃষ্টির জন্য গড়ালো রিজার্ভ ডে-তে। এর আগে গ্রুপ পর্বেও এই ২ দলের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। এদিনও খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চলে। কিন্তু এরপরই মুশলধারে বৃষ্টি নামে। বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে হয়ে যায় যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। যার ফলে গতকাল, রবিবার যেখানে ম্যাচ শেষ হয়, আজ সব ঠিক থাকলে সেখান থেকেই ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ (India vs Pakistan Asia Cup 2023) ম্যাচ শুরু হবে।

ভারত বনাম পাক এশিয়া কাপ ২০২৩ ম্যাচের প্রথম দিন বৃষ্টির জন্য গড়ালো রিজার্ভ ডে-তে
ভারত বনাম পাক এশিয়া কাপ ২০২৩ ম্যাচের প্রথম দিন বৃষ্টির জন্য গড়ালো রিজার্ভ ডে-তে

রবিবার ভারত বনাম পাক এশিয়া কাপ ২০২৩ (India vs Pak Asia Cup 2023) ম্যাচে টস জিতে এর আগে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। গ্রুপের ম্যাচে ভারতীয় ব্যাটিং অর্ডারে ভাঙন ধরিয়েছিলেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। অবশ্য ভারতের ২ ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিল (Shubman Gill) অর্ধশতরান লক্ষ্যভেদ করেন। ২ জনে মিলে ওপেনিং পার্টনারশিপে ১০০ এর বেশি রান করেন। শেষ পর্যন্ত ৫৬ রানের মাথায় শাদাব খানের (Shadab Khan) বলে আউট হন রোহিত। শুভমন গিল করেন ৫৮ রান। গতকাল, ভারত বনাম পাক এশিয়া কাপ ২০২৩ (India vs Pak Asia Cup 2023) ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার সময় ক্রিজে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (KL Rahul)। এখনও ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ (India vs Pakistan Asia Cup 2023) ম্যাচে কোহলি ৮ ও রাহুল ১৭ রান করে অপরাজিত রয়েছেন।

 খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চলে
 খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চলে

উল্লেখ্য, আইপিএলে (IPL) খেলার সময় চোট পেয়েছিলেন, তবে চােট সারিয়ে দলে ফিরেছেন কে এল রাহুল। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছেন। আর মাঠে নেমেই নজির গড়লেন রাহুল। ওয়ান ডে ফর্ম্যাটে ২ হাজার রান পূরণ করলেন তিনি।

চােট সারিয়ে দলে ফিরেছেন কে এল রাহুল
চােট সারিয়ে দলে ফিরেছেন কে এল রাহুল

প্রসঙ্গত, ২০২৩ এশিয়া কাপে এর আগেও বৃষ্টির কারণে বাতিল হয়েছে একাধিক ম্যাচ। গত ২রা সেপ্টেম্বর টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু, ভারতের ব্যাটিং শেষ হতে না হতেই নামে অঝোরধারায় বৃষ্টি। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দল ব্যাট করার সুযোগই পায়নি। ভারতের বিরুদ্ধে এই ম্যাচে জ্বলে উঠেছিলেন পাক পেসাররা। ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়ে যায়। তবে বৃষ্টির জন্য ভেস্তে যায় সব। যার ফলে এই ম্যাচে ভারত এবং পাকিস্তান দুটো দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়। এরপর ভারত-নেপালের (India vs Nepal Asia Cup 2023) বিরুদ্ধে খেলতে নামে। এই ম্যাচেও অবিরাম বৃষ্টি। ভারতীয় ক্রিকেট দল ১০ উইকেটে জয়লাভ করলেও, শেষপর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্য়াচের ফলাফল নির্ধারণ করা হয়।

সোমবারও বৃষ্টির কারণে খেলা না গেলে, ম্যাচটি বাতিল ঘোষণা করা হবে 
সোমবারও বৃষ্টির কারণে খেলা না গেলে, ম্যাচটি বাতিল ঘোষণা করা হবে 

কিন্তু এখন প্রশ্ন আজ অর্থাৎ সোমবারও যদি ফের খলনায়ক বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় তাহলে কী হবে?  সোমবারও বৃষ্টির কারণে খেলা না যায়, তাহলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে আবারও ভারত এবং পাকিস্তানের মধ্যে ১ পয়েন্ট করে ভাগ হয়ে যাবে। বাংলাদেশকে হারানোর পর পাকিস্তানের ঝুলিতে এমনিতেই ২ পয়েন্ট চলে এসেছে। আর সোমবার এই ম্যাচ বাতিল হলে পাকিস্তান তিন পয়েন্টে পৌঁছে যাবে। অন্যদিকে, রোহিতদের এখনও শ্রীলঙ্কা (Sri Lanka) এবং বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে খেলতে হবে এবং দুটো ম্যাচেই জয়লাভ করতে হবে। তাহলেই টিম ইন্ডিয়া ফাইনালে উঠতে পারবে। এই দুটো ম্যাচের মধ্যে ভারত যদি একটাতেও হেরে যায়, তাহলে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা ভারতের সামনে অনেকটাই কঠিন হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File