India vs Australia T20 2023 | টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া! আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লো ভারত!

Wednesday, November 29 2023, 7:42 am
highlightKey Highlights

আজ ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ সিরিজের তৃতীয় ম্যাচ। ইতিমধ্যেই সিরিজে ০-২ ফলে পিছিয়ে গিয়েছে অজিরা। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লো ভারত।


ওডিআই বিশ্বকাপের আসর  শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ (India vs Australia T20 2023) সিরিজ। আজ, ২৮সে নভেম্বর, মঙ্গলবার ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ (India vs Australia T20) এর তৃতীয় ম্যাচ। ইতিমধ্যেই সিরিজে ০-২ ফলে পিছিয়ে গিয়েছে অজিরা। এমন আবহে প্রায় দুই মাস ভারতে থাকা সিনিয়র অজি ক্রিকেটারদের দেশে ফিরিয়ে  ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ (India vs Australia T20 2023) এর জন্য নতুন ক্রিকেটারদের পাঠাতে চলেছে টিম অস্ট্রেলিয়া।

সিনিয়র অজি ক্রিকেটারদের দেশে ফিরিয়ে  ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ এর জন্য নতুন ক্রিকেটারদের পাঠাতে চলেছে টিম অস্ট্রেলিয়া
সিনিয়র অজি ক্রিকেটারদের দেশে ফিরিয়ে  ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ এর জন্য নতুন ক্রিকেটারদের পাঠাতে চলেছে টিম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ (India vs Australia T20) সিরিজ শেষ হয়ে যাওয়ার পর দেশে ফিরে অজি তারকাদের খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ। সঙ্গে রয়েছে বিগ ব্যাশ লিগও। জানা গিয়েছে সেই কারণেই ওডিআই বিশ্বকাপজয়ী তারকাদের বিশ্রাম দিতে নিজের দেশে ফেরত আনছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, জোশ ফিলিপস (Josh Phillips), ক্রিস গ্রিন (Chris Green) এবং বেন ম্যাকডারমটকে (Ben McDermott) ভারতে পাঠাচ্ছে অজি বোর্ড। তবে কোন কোন ক্রিকেটারকে দেশে ফেরানো হবে, তা নিশ্চিত করেনি অজি বোর্ড। উল্লেখ্য, বিশ্বকাপজয়ী অজি দলের আট সদস্য দেশে ফিরে গিয়েছেন। ফিরে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্সও (Pat Cummins)। তবে ভারতে টি২০ সিরিজের জন্য রয়ে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), স্টিভ স্মিথ (Steve Smith), জোশ ইংলিস (Josh Inglis), অ্যাডাম জাম্পা (Adam Zampa), শন অ্যাবট (Sean Abbott), ট্র্যাভিস হেড (Travis Head), মার্কাস স্টইনিস (Marcus Steinies) এবং তানভির সঙ্ঘারা (Tanvir Sanghera)। তারা দুই মাসের উপর সময়ে রয়েছে ভারতে। যা খবর স্মিথ, জাম্পা, ম্যাক্সওয়েল এবং হেডকে দেশে ফেরাতে পারে অজি বোর্ড।

Trending Updates

অন্যদিকে, টি২০ ভারত বনাম অস্ট্রেলিয়া সময়সূচী  (India vs Australia Schedule) অনুযায়ী, এই সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার বারসাপাড়া স্টেডিয়ামে (Barsapara Stadium) সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে। হাওয়া অফিস সূত্রে খবর, ওই সময় তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের দিকে নামতে পারে পারদ। দ্বিতীয় ইনিংসের সময় তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে দাঁড়াবে বলে অনুমান। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকায় হবে না কোনও আর্দ্রতা জনিত অস্বস্তি। পাশাপাশি, শিশির নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেখানে বলা হয়েছে, তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে শিশির পতনের পরিমাণ বাড়বে।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়ে ভারতীয় দল
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়ে ভারতীয় দল

প্রসঙ্গত, টি২০ সিরিজে ইতিমধ্যেই প্রথম দুটো ম্যাচেই একপেশে লড়াই করে টি২০ পয়েন্ট তালিকা ২০২৩ (T20 Points Table 2023) এ জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ফলে  টি২০ পয়েন্ট তালিকা ২০২৩ (T20 Points Table 2023) তে এগিয়ে ভারতীয় দল। প্রথম ম্যাচে রান তাড়া করে একেবারে শেষ বলে নাটকীয় জয় পেয়েছে ভারতীয় দল। এরপর দ্বিতীয় ম্যাচে রান তাড়া করতে গিয়ে অজিরা ৪৪ রানে হেরে গিয়েছে। আর এই ম্যাচ জেতার ফলেই এক নয়া নজির গড়ে ফেলেছে ভারতীয় দল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়ে ভারতীয় দল স্পর্শ করেছে পাকিস্তানের নজির। প্রসঙ্গত, ভারত বনাম অস্ট্রেলিয়া সময়সূচী  (India vs Australia Schedule) অনুযায়ী  চতুর্থ টি-২০ হবে ১লা ডিসেম্বর, শুক্রবার নাগপুরের বিদর্ভ ত্রিকেট স্টেডিয়ামে। পঞ্চম টি-২০ হবে ৩রা ডিসেম্বর, রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File