India vs Australia ODI 2023 | ২০০৩ এ 'দাদা'-সচিনদের বদলা নিতে ২০ বছর পর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া!

Friday, November 17 2023, 7:40 am
highlightKey Highlights

ইডেন গার্ডেন্স কলকাতায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসি বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। ২০০৩ এ ভারত-অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার হারের বদলা নিতে ১৯ সে নভেম্বর বড় চ্যালেঞ্জের মুখে রোহিত-বিরাটরা।


সেই ২০০৩! ২০ বছর আগেকার কথা। আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final) এ মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া! কাপযুদ্ধের ফাইনালে ১২৫ রানের হার আজও ভারতীয়দের মনে ক্ষতের দাগের মতো রয়ে গিয়েছে। সেই ক্ষত মেটানোর সুযোগ এসেছে এবার ২০২৩ সালে! ১৯সে নভেম্বর, রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium in Ahmedabad) ভারত বনাম অস্ট্রেলিয়া ২০২৩ (India vs Australia 2023) বিশ্বকাপ ফাইনাল ম্যাচ! এদিন স্টেডিয়ামে টস করতে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও প্যাট কামিন্স (Pat Cummins)। ঠিক যেভাবে ২০০৩ সালের ২৩সে মার্চ জোহানেসবার্গের ২২ গজে টস করতে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও রিকি পন্টিং (Ricky Ponting)।

২০ বছর পর আইসিসি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া
২০ বছর পর আইসিসি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া

গতকাল, ১৬ই নভেম্বর, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্স কলকাতা (Eden Gardens Kolkata)তে বিশ্বকাপ ২০২৩ ফাইনালে ওঠার জন্য মুখোমুখি নেমেছিল আইসিসি বিশ্বকাপের পয়েন্ট টেবিল ২০২৩ (ICC World Cup Points Table 2023) এর দ্বিতীয় ও তৃতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা। ম্যাচ চলাকালীনই দর্শকদের প্রতিক্রিয়া বলে দিয়েছিলো ফাইনালে ভারতের প্রতিপক্ষ দল হিসেবে কাকে চায় তারা। ওয়ার্নার বোল্ড হতেই যেভাবে গর্জে উঠল ইডেনের গ্যালারি, তা দেখে বোঝাই যাচ্ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা কিছুতেই ফাইনালে অস্ট্রেলিয়াকে চাইছে না। কারণ সেই ২০০৩ এর ফাইনাল! এছাড়াও বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে ১৩ বারের সাক্ষাতে ৮বার জয়ী হয়েছে অস্ট্রেলিয়া।

Trending Updates

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্স কলকাতা (Eden Gardens Kolkata)তে দ্বিতীয় সেমি শুরুতেই ২৪ রানে ৪ উইকেটে পড়ে যাওয়াই ব্যাকফুটে ঠেলে দেয় দক্ষিণ আফ্রিকাকে। মিলারের দুর্দান্ত সেঞ্চুরি তাই প্রাপ্য মর্যাদা পেল না। সন্ধ্যার ইডেনে প্রোটিয়া বোলাররা যেভাবে চাপ তৈরি করেছিলেন, পুঁজি একটু বেশি থাকলে অস্ট্রেলিয়ার বিদায় ঘণ্টা বেজে যেত। দিনের প্রথম ওভারেই স্টার্ককে উইকেট দিয়ে মাঠ ছাড়েন বাভুমা  তবে কুইন্টন ডি’ককের ৩ রানে আউট হওয়া ছিল দক্ষিণ আফ্রিকার কাছে সবচেয়ে বড় ধাক্কা। তবে প্রবল চাপের মুখে অনবদ্য ইনিংস খেলে দলকে দুশোর উপর নিয়ে গেলেন ডেভিড মিলার। যোগ্য সঙ্গত শুধু ক্লাসেনের ৪৭। তাঁদের জুটিতেই দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ২১২ রান তোলে। এরপর জবাবে চালিয়ে খেলার পন্থা নিয়েছিলেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। বিনা উইকেটে ৬০ রান তোলার পর মনে হয়েছিল, সহজেই ম্যাচটা জিতে যাবে কামিন্স বাহিনী। কিন্তু হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। একে একে ফেরেন মার্শ, হেড, লাবুশানে, ম্যাক্সওয়েল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলারদের মরিয়া চেষ্টাতেও শেষরক্ষা হয়নি। অভিজ্ঞতাকে পুঁজি করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান স্মিথ, ইলিংশ, স্টার্ক, কামিন্সরা । ২.৪ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয় অজিরা। আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final)এ ভারতের বিরুদ্ধে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ইডেন গার্ডেন্স কলকাতায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া 
ইডেন গার্ডেন্স কলকাতায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া 

সেমিফাইনাল দেখতে বৃহস্পতিবার ইডেন ভরিয়েছিলেন প্রায় ৫০ হাজার দর্শক। তাদের মধ্যে অনেকে চাইছিলেন ফাইনালে যেন ওঠে দক্ষিণ আফ্রিকা। আবার অনেকে চাইলেন ছিলেন ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ (India vs Australia ODI 2023) ম্যাচ। কারণ ২০ বছর আগের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে হেরে গিয়েছিল ভারত। সেই বদলা নিতে চায় দেশ। সৌরভ গঙ্গোপাধ্যায়দের ২০ বছরের পুরনো ক্ষতে যেন স্বস্তির প্রলেপ দেওয়া যায় আমদাবাদে অস্ট্রেলিয়াকে হারিয়েই, সেটাই একমাত্র লক্ষ্য। সেমিফাইনালে নিউজ়িল্যান্ডকে হারিয়ে চার বছর আগের হারের প্রতিশোধ নেওয়া গিয়েছে। এবার ভারত বনাম অস্ট্রেলিয়া ২০২৩ (India vs Australia 2023) বিস্মকাল ফাইনাল ম্যাচ হারিয়ে সৌরভদের জ্বালা জুড়নোর হাতছানি রোহিত শর্মা-বিরাট কোহলিদের সামনে।

২০০৩ সালে আইসিসি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের বদলা নিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া
২০০৩ সালে আইসিসি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের বদলা নিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া

২০০৩ সালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ৩৫৯ রান তুলেছিল অস্টেলিয়া। ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন পন্টিং। তবে পাল্টা জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৩৪ রানে। বীরেন্দ্র শেহওয়াগের ৮২ রান ছাড়া ভারতের কোনও ব্যাটারই তেমন লড়াই করতে পারেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে টিম ইন্ডিয়া টিমও। সেবারের কোনও ক্রিকেটারই এবার মাঠে নামবেন না। শুধু ভারতের কোচ রাহুল দ্রাবিড় থাকবেন রোহিতদের সাজঘরে। পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ দুর্দান্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। একটাও ম্যাচ না হেরে আইসিসি বিশ্বকাপের পয়েন্ট টেবিল ২০২৩ (ICC World Cup Points Table 2023) এর প্রথমস্থানেই ঘাঁটি গেড়েছে দল। পাশাপাশি এবারের বিশ্বকাপ অভিযানও অজিদের হারিয়েই শুরু করেছিল ভারত। ৮ ই অক্টোবর চেন্নাইয়ের বাইশ গজে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের জাদুতে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পরে রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারালেও, বিরাট ৮৫ ও কেএল রাহুল ৯৭ রানে অপরাজিত থেকে দলকে এনে দিয়েছিলেন প্রথম জয়। ফলে ১৯সে নভেম্বর ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ (India vs Australia ODI 2023) বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে বেশ পজিটিভ রয়েছেন টিম ইন্ডিয়া থেকে শুরু ভারতীয়রাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File