ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত তিন, কেন্দ্রকে চিঠি লিখে সাহায্য চাইলেন শুভেন্দু

Monday, November 7 2022, 4:23 pm
highlightKey Highlights

করোনাতে রক্ষা পেলেও রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে ডেঙ্গু! প্রত্যেকদিনই কার্যত বাড়ছে আক্রান্তের সংখ্যা।


রাজ্যে সংক্রমণের সংখ্যা ইতিমধ্যে ৫০ হাজারের কাছাকাছি। ডেঙ্গুতে লাগিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় কলকাতা-সল্টলেকে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর।

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে

ক্রমাগত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে অসমের কারবি আঙ্গলং জেলার দিপুতে। তাই অসম সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে ডেঙ্গুর দাপটে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হল। প্রশাসনের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয় রবিবার। ডেঙ্গি সংক্রমণে রাশ টানতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

প্রশাসনের স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, ওই এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে। তাই স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা করা হয়েছে পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে। আপাতত সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে দিপু পুরসভার। আর তা বন্ধ থাকবে আগামী এক সপ্তাহ। এমনটাই জানানো হয়েছে প্রশাসন সূত্রে।

এমনকি নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও সামনে এসেছে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের কাছে সাহায্য চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File