করোনার কোপে বন্ধ রক্তদান শিবির, অভাব মেটাতে ৩৫০ শাখায় মেগা ডোনেশন ক্যাম্প

Sunday, October 16 2022, 4:31 pm
highlightKey Highlights

বিশ্বের বৃহত্তম রক্তদানের উদ্যোগ নিয়েছে অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদ। হাজার হাজার তরুণদের সক্রিয় সহযোগিতার মাধ্যমে দেশের শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা ৩৫০ টিরও বেশি শাখায় এই শিবিরের আয়োজন করা হয়েছে।


"মেগা ব্লাড ডোনেশন ড্রাইভ" নামে একটি মেগা ক্যাম্পেন শুরু হয়েছে। এটি "রক্তদানে ইতিহাস" তৈরির দিকে একটি বিশাল পদক্ষেপ। তেরাপন্থ যুবক পরিষদ দক্ষিণ কলকাতা শহর জুড়ে মোট ৩৬ টি ক্যাম্পের আয়োজন করেছে।

রক্তদান শিবিরের উদ্বোধন করেন: শ্রী তুলসী দুগার, প্রধান ট্রাস্টি জয় তুলসী ফাউন্ডেশন, উপস্থিত ছিলেন: রোহিত দুগার, তেরাপন্থ যুব পরিষদ দক্ষিণ কলকাতার সভাপতি; কমল শেঠিয়া, কমল কোচার, শৈলেন্দ্র বোরার, প্রভিন সিরোহিয়া, মনোজ দুগার, সন্দীপ শেঠিয়া, সৌরভ শ্যামসুখা এসডিপি দাতা, মনীশ শেঠিয়া, মনোজ নাহাটা, নরেন্দ্র সিরোহিয়া, মোহিত দুগার, অমিত পুগালিয়া, সন্দীপ মানোত, আনন্দ মানোত, আনন্দ দুগার, অনিল সিংহী, ভূপেন্দ্র দুগার, অজয় কোচার, সহ অনেক বিশিষ্টরা। 

তেরাপন্থ যুব পরিষদ দক্ষিণ কলকাতা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে: সিটা , এজরা স্ট্রিট ; আরোগ্য ম্যাটারনিটি হোম, নিউ আলিপুর; উদয়ন, নিউ আলিপুর; টাটা মেডিকেল সেন্টার; বাগুইআটি সাংস্কৃতিক সেবা সদন; বাবুসা ভক্ত মন্ডল, ইকো পার্ক; ব্যোম; তেরাপন্থ ভবন, ভবানীপুর; তেরাপন্থ ভবন, ভবানীপুর বিএনআই এপিক; নীলকান্ত, ক্যামাক স্ট্রিট; ইলেক্ট্রো পাওয়ার, বারাসত; বালাজি ট্রেডার্স, মধ্যমগ্রাম; ইস্ট এন্ড গার্ডেন, মেফেয়ার রোড; অ্যাকোয়াটাররা, তেরাপন্থ ভবন, ভবানীপুর; সিন্ধি ডিসপেনসারী, মির্জা গালিব সেন্ট; স্প্রিং ক্লাব; স্বাস্থ্যকর পলিমার, ডানকুনি; মহাবীর সেবা সদন; গ্রীনফিল্ড সিটি; দাদপুর মোটরস; বালাজি রোটোমল্ডার্স প্রাইভেট লিমিটেড, সিধা ওয়েস্টন; আইসিএ, এডুস্কিল, সেক্টর ৫ ফ্লোরা ফোয়ারা; ফ্লোরা ফোয়ারা; আরসিটিসি, রেসকোর্স; আইসিএ ভবন, রাসেল স্ট্রীট ; পিএস গ্রুপ, ইএম বাইপাস; হেলথ পয়েন্ট ক্লিনিক, সোদেপুর; ক্যালকাটা চেম্বার অফ কমার্স, পার্ক সেন্ট; রোল্যান্ড প্যালেস, রোল্যান্ড রোড; ভিক্টোরিয়া মেমোরিয়াল; বিচ টি এস্টেট, হাসিমারা; কমান্ড হাসপাতাল, আলিপুর; অ্যাপোলো হাসপাতাল; চিতরঞ্জন হাসপাতাল; মানিকতলা দাদবাড়ি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File