দেশ

উত্তেজনা ছড়ালো কাশ্মীর জুড়ে, অমিত শাহ পাহাড়ি সম্প্রদায়ের তপসিলি উপজাতির মর্যাদা দিতে পারেন

উত্তেজনা ছড়ালো কাশ্মীর জুড়ে, অমিত শাহ পাহাড়ি সম্প্রদায়ের তপসিলি উপজাতির মর্যাদা দিতে পারেন
Key Highlights

তিন দিনের সফরে সোমবার সন্ধ্যার জম্মু ও কাশ্মীরে গেলেন অমিত শাহ। জানা গিয়েছে এই সফরে তিনি কাশ্মীরের পাহাড়ি সম্প্রদায়কে তপসিলি উপজাতির মর্যাদা দিতে পারেন।

কাশ্মীরে পাহাড়ি উপজাতিকে এসটির মর্যাদা দেওয়ার সম্ভাবনাতেই কাশ্মরে অশান্তি তৈরি হয়েছে। এর জেরে কাশ্মীরের শোপিয়ানে গুজ্জুর উপজাতি বিক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স পার্টির মধ্যেও বিভেদের সৃষ্টি হয়েছে কাশ্মীরের পাহাড়ি উপজাতিকে তপসিলির মর্যাদা দেওয়া হবে কি না, সেই নিয়ে।

জম্মু ও কাশ্মীর সফরে এসে কী বলছেন রাষ্ট্রনেতারা

ন্যাশনাল কনফারেন্স নেতা এবং প্রাক্তন বিধায়ক জম্মু ও কাশ্মীরের জনগণকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। তিনি বলেছেন, "আগে সম্প্রদায়, তারপর রাজনীতি। সেই কারণে কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা হওয়ার পরেও কাশ্মীরের জনগণকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন।ন্যাশনাল কনফারেন্সের নেতা কাফিল উর রহমান বলেছেন, 'সম্প্রদায় আগে আসে। রাজনীতি পরে। আমাদের সকলের উচিত সমাবেশে যোগ দেওয়া এবং আমাদের সম্মিলিত শক্তি দেখানো। আজ যদি আমরা এসটি মর্যাদা অর্জন না করি, তবে আমরা কখনই তা পাব না।'

বুধবার অমিতশাহের সভাতে উপস্থিত থাকার জন্য রহমান তাঁর সমর্থকদের ১২টি বাস প্রস্তুত রাখার আহ্বান করেছেন। অন্যদিকে রাজৌরির ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা মুশতাক বুকাহরি সহ দলের বেশ কয়েকজন ইতিমধ্যে দলত্যাগ করেছেন। পাহাড়ি সম্প্রদায়কে এসটির মর্যাদা দেওয়ার জন্য তাঁরা প্রকাশ্যে বিজেপিকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তানভির সাদিক বলেছেন, রেহমান কী বলেছেন তা তিনি জানেন না। জানার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।


Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
স্বামী বিবেকানন্দের ১০টি অমোঘ বাণী, যা জীবনে সঠিক পথে চলার শক্তি জোগায়
বিজেপি কর্মীর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, দলের অভিযোগ মৃত্যুর পিছনে হাত রয়েছে তৃণমূলের