১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দঃ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করলো ভারতীয় ওপেনার

Wednesday, December 29 2021, 1:51 pm
highlightKey Highlights

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলো কেএল রাহুল। রাহুলই দ্বিতীয় ভারতীয় ওপেনার যিনি দক্ষিণ আফ্রিকায় টেস্টে সেঞ্চুরি করেছেন।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের ব্যাটসম্যান কেএল রাহুল। এর সঙ্গেই কেএল রাহুল নিজের নামে একটি বিশেষ রেকর্ড অর্জন করেছেন। এটি রাহুলের টেস্ট কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি ছিল। কেএল রাহুল ২১৮ বলে এই সেঞ্চুরি করেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে বিস্ময় সৃষ্টি করেছেন রাহুল

কেএল রাহুল তার টেস্ট কেরিয়ারে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন। কেএল তার টেস্ট কেরিয়ারে এই নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মোট ৩টি সেঞ্চুরি করেছেন।

কেএল রাহুল 
কেএল রাহুল 

রাহুল এবং মায়াঙ্ক দক্ষিণ আফ্রিকায় তৃতীয় ওপেনার হিসেবে ১০০ বা তার বেশি রানের জুটি গড়েন

কেএল রাহুল এর আগে মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) (৬০) সঙ্গে প্রথম উইকেটে ১১৭ রানের রেকর্ড গড়েছিলেন। রাহুল এবং মায়াঙ্ক দক্ষিণ আফ্রিকায় তৃতীয় ওপেনার হিসেবে ১০০ বা তার বেশি রানের জুটি গড়েন। এই দুজনের আগে ২০০৭ সালে কেপটাউন টেস্টে জাফর-দীনেশ কার্তিক ১৫৩ রানের জুটি গড়েছিলেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File