দেশ

ITR Filing | এই তারিখের মধ্যে করতে হবে আইটিআর ফাইল! নাহলে দিতে হতে পারে বড় ক্ষতিপূরণ!

ITR Filing | এই তারিখের মধ্যে করতে হবে আইটিআর ফাইল! নাহলে দিতে হতে পারে বড় ক্ষতিপূরণ!
Key Highlights

৩১সে জুলাইয়ের মধ্যে আইটিআর ফাইল করার নির্দেশ আয়কর বিভাগের। ৯টি মানদণ্ডের মধ্যে পড়লে আপনাকেও আইটিআর ফাইল দিতে হতে পারে।

ঘোষণা করা হল ২০২২-২০২৩  আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ। ৩১সে জুলাইয়ের মধ্যেই ফাইল করতে হবে আইটিআর (ITR File)। ২০২১-২২ অর্থবর্ষ বা ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য করদাতাদের আইটিআর ফাইল করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে আইটিআর ফাইল করতে ব্যর্থ হলে আয়কর বিভাগকে দিতে হবে মোটা টাকার জরিমানা।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (The Central Board of Direct Taxes) বা সিবিডিটি ২০২৩ (CBDT 2023 ) এর ১০ ও ১৪ ফেব্রুয়ারিতে জারি করা বিজ্ঞপ্তিগুলির মাধ্যমে আর্থিক বছর ২০২২-২০২৩ এর জন্য আয়কর রিটার্ন ফর্মগুলি সামনে এনেছে। এরপর থেকেই শুরু হয়েছে আইটিআর-ফাইলিং। ইতিমধ্যেই আইটিআর ফর্ম অনলাইন, অফলাইনে পাওয়াও যাচ্ছে। তবে প্রশ্ন, যাঁরা আয়করের আওতায় আসেন না, তাঁদেরও কি আইটিআর দাখিল করতে হবে? এক্ষেত্রে আপনি যদি বিশিষ্ট কয়েকটি মানদণ্ডের মধ্যে পড়েন তাহলে আপনাকেও আইটিআর দাখিল করতে হবে। ফলে দেখে নিন আয় থ্রেশহোল্ড সীমার (Income Threshold Limit) নিচে থেকেও আপনি সেই মানদণ্ডের মধ্যে পড়েন কি না।

  • ১. আয় ১০ লাখ টাকার বেশি হলে। অর্থাৎ আপনার যদি পূর্ববর্তী বছরের মোট আয়ের যোগফল ১০ লাখ টাকা ছাড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে আইটিআর ফাইল করতে হবে।
  • ২. যদি আপনার বার্ষিক মোট বিক্রয়, টার্নওভার বা ব্যবসায় মোট ৬০ লাখের বেশি আয় হয় তাহলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
  • ৩. টিডিএস বা টিসিএস ২৫ হাজার টাকার বেশি হলে। অর্থাৎ এক অর্থবর্ষে টিডিএস বা টিসিএস ২৫ হাজার টাকা বা তার বেশি হলে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। এই নিয়ম প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য যদি তাঁদের সম্মিলিত টিডিএস বা টিসিএস প্রতি আর্থিক বছরে ৫০ হাজার টাকা বা তার বেশি হয় তাহলে তাদের ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে।
  • ৪. ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি টাকা জমা থাকলে আইটিআর দাখিল করতে হবে।
  • ৫. ১২ লাখ টাকার বেশি খরচ করে বিদেশ ভ্রমণ করলে, অর্থাৎ কেউ যদি নিজের বা অন্য ব্যক্তির বিদেশ ভ্রমণের জন্য ১২ লাখ টাকা বা তার বেশি খরচ করে থাকেন তাহলে তাঁকে আইটিআর ফাইল করতে হবে।
  • ৬. অ্যাকাউন্টে এক বছরে ৫০ লাখ টাকা জমা করলে অর্থাৎ এক বছরে এক বা একাধিক সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) ৫০ লক্ষ টাকা জমা করলে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
  • ৭. বৈদেশিক উৎস থেকে আয় হলে। অর্থাৎ, সাধারণ আবাসিক ব্যক্তি বিদেশি উৎস থেকে আয় করলে তাকে আইটিআর ফাইল করতে হবে।
  • ৮. মোট আয় ছাড়ের চেয়ে বেশি হলে অর্থাৎ কোনও ব্যক্তির মোট আয় থ্রেশহোল্ড সীমার থেকে বেশি হলে তাকে আইটিআর ফাইল করতে হবে।
  • ৯. ১ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল হলে। অর্থাৎ যদি কেউ একটি বিলে ১ লাখ টাকা বা এক অর্থবর্ষে ১ লাখ টাকার বিদ্যুৎ বিল দিয়ে থাকেন তাহলে তাঁকেও আইটিআর ফাইল করতে হবে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে আয়কর প্রদানকারী নাগরিকের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই জানেন, বছরে ৫ লাখের বেশি আয়ের ক্ষেত্রে (পুরনো ব্যবস্থায়) নির্দিষ্ট পরিমাণে অর্থ সরকারকে কর হিসেবে দিতে হয়। নাগরিকদের আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক। কারণ এর মাধ্যমে করদাতাদের আয় এবং বিনিয়োগের বিবরণ জানতে পারে সরকার। সম্প্রতি আয়কর বিভাগ থেকে জানানো হয়, ৩১সে জুলাইয়ের মধ্যে কর্মচারী ও করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে করদাতাদের এক্ষেত্রে  অ্যাকাউন্টগুলি অডিট করার প্রয়োজন নেই বলেই জানানো হয়।

 নতুন ছাড়যুক্ত কর ব্যবস্থা বেছে নেওয়ার জন্য আগামী ৩১সে জুলাইয়ের মধ্যে কোনও করদাতাকে আইটিআর ফাইল করতে হবে। নির্ধারিত সময়ের দেরি হলে নতুন কর ব্যবস্থার জন্য বেছে নিতে পারবেন না আয়করদাতারা। এছাড়াও ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে। আয়কর বিভাগের তরফে নোটিশও জারি করার পাশাপাশি আইটিআর ফাইলিংয়ের ক্ষেত্রে করদাতারা ভবিষ্যতের বছরগুলিতে সেট অফের জন্য ক্ষতির সম্মুখীন হতে পারেন।


RG Kar | আদালতে আসাই বন্ধ সঞ্জয় রায়ের! জেলে বসে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকবেন আরজিকরের অভিযুক্ত! মুখ বন্ধের নয়া অস্ত্র?
India vs Australia । "বুমরাহর বুমেরাং " ! পার্থে প্রথম টেস্টে টানটান উত্তেজনা, বুমরাহ ম্যাজিকে দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার
আজকের সেরা খবর | পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি! বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে!
Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
Biography of Sri Aurobindo Ghose | কর্মযোগী ~ঋষি অরবিন্দ ঘোষ