Tiger 3 Movie | 'টাইগার ৩'-এ সালমান-ক্যাটের পাশে চমক নিয়ে থাকবে 'পাঠান' ও 'কবীর'! মণি রত্নমের সিনেমায় 'থাগ' লুকে কমল হাসান!

Tuesday, November 7 2023, 10:54 am
highlightKey Highlights

টাইগার ৩ সিনেমায় শাহরুখ অভিনীত 'পাঠান'কে দেখা যাবে তা আগেই জানা গিয়েছিলো। এবার টাইগার ৩-এ দেখা যাবে হৃতিককেও। টাইগার ৩ ডিরেক্টরের দাবি, হলিউডের অ্যাকশন সিনেমার সমতুল্য এই সিনেমা।


দীপাবলি উপলক্ষ্যে ইতিমধ্যেই মেতে রয়েছে গোটা দেশ। তারওপর দীপাবলি ২০২৩ (Diwali 2023)কে আরও মাতিয়ে তুলতে সিনেমা প্রেমীদের জন্য বড় উপহার আনছেন 'ভাইজান' সালমান খান (Salman Khan)। শীঘ্রই মুক্তি পেতে চলেছে টাইগার ৩ (Tiger 3)। ভাইজানের সিনেমা মানেই হাউজ ফুল, উন্মাদনা। তবে টাইগার ৩ সিনেমা (Tiger 3 Movie) এর মুক্তি পাওয়ার আগেই দর্শকদের মধ্যে দেখা গেল সেই উন্মাদনা। ছবিটি একদিকে যেমন বক্সঅফিসে ব্যাপক পরিমাণে আয় হবে বলে মনে করা হচ্ছে, তেমনই আবার টিকিং বুকিংয়েও রমরমা বাজার তৈরী হয়েছে। এর পাশাপাশি যশ রাজ ফিল্মসের টাইগার ৩ (Tiger 3), মনীশ শর্মা পরিচালিত ওয়াইআরএফ (YRF)  স্পাই ইউনিভার্স এর এই ছবিতে সর্বাধিক সংখ্যক অ্যাকশন সিকোয়েন্স থাকার একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে।

টাইগার ৩ সিনেমা হলিউডের অ্যাকশন সিনেমার সমতুল্য বলে জানালেন টাইগার ৩ ডিরেক্টর
টাইগার ৩ সিনেমা হলিউডের অ্যাকশন সিনেমার সমতুল্য বলে জানালেন টাইগার ৩ ডিরেক্টর

টাইগার ৩ ডিরেক্টর (Tiger 3 Director) মণীশ শর্মা এই সিনেমা সম্পর্কে জানান, সলমান এবং ক্যাটরিনা টাইগার এবং জোয়া এই গল্পে পর পর অ্যাকশনের সঙ্গে তুলে ধরবেন বেশকিছু বিশেষ বার্তাও। সলমান খান এবং ক্যাটরিনা কইফের আইকনিক জুটি অভিনীত, এই অ্যাকশন-প্যাকড এন্টারটেইনারটি প্রেক্ষাগৃহে ব্যাপক প্রভাব ফেলবে বলেও দৃঢ় মনষ্ক। টাইগার ৩ ডিরেক্টর (Tiger 3 Director)র পরিচালনায় বহুল প্রত্যাশিত টাইগার ৩ সিনেমা (Tiger 3 Movie) প্রায় ১২টি অ্যাকশন দৃশ্য তুলে ধরবে। যা ওয়াইআরএফ স্পাই মহাবিশ্বে সর্বোচ্চ সংখ্যার রেকর্ড গড়বে। ইতিমধ্যেই প্রকাশিত ট্রেলারটিতে দেখা গিয়েছে এমন কিছু দৃশ্য যা আভাস দিচ্ছে হাতে-কলমে তীব্র লড়াইয়ের। বুলেটের ব্যারেজ, বিস্ফোরণকারী যানবাহন এবং আকস্মিকভাবে দৌড়ের দৃশ্যও দেখা গিয়েছে এই সিনেমায়।

Trending Updates

উল্লেখ্য, টাইগার ৩ একটি সিক্যুয়াল সিনেমা। আর আগে 'টাইগার' চরিত্রে  চলচিত্রের মাধ্যমে জনগণের মন জিতেছেন সালমান খান। যার ফলেই এবার সালমান খান টাইগার ৩ (Salman Khan Tiger 3) ছবির মাধ্যমে আবারও মন জয় করতে চলেছেন। ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধে কেবল অ্যাকশনই নয়, টাইগার ৩ এ রয়েছেন 'পাঠান'ও (Pathan)। যশরাজ স্পাই ইউনি ভার্সের সবচেয়ে পুরোনো খিলাড়ি যখন সংকটে পড়েছেন, তখন তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন পাঠান। তবে পাঠান একা নন, কবীরও সামিল রয়েছেন 'টাইগার'কে সাহায্যের জন্য। জানা গিয়েছে, টাইগার ৩-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে (Hrithik Roshan)।

টাইগার ৩ সিনেমায় দেখা যাবে শাহরুখ অভিনীত 'পাঠান' ও হৃতিক অভিনীত 'কবীর'কে 
টাইগার ৩ সিনেমায় দেখা যাবে শাহরুখ অভিনীত 'পাঠান' ও হৃতিক অভিনীত 'কবীর'কে 

সূত্রের খবর,টাইগার ৩ এ সলমন, শাহরুখ এবং হৃতিককে দেখা যাবে। তবে একফ্রেমে তিন সুপারস্টারকে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য, আগেই জানা গিয়েছিলো টাইগার ৩ তে দেখা যাবে শাহরুখ (Shah Rukh Khan) অভিনীত 'পাঠান'কে। সঙ্গে সালমান খান টাইগার ৩ (Salman Khan Tiger 3) এ অ্যাকশন দিয়ে মাতিয়ে তুলতে চলেছেন। যার ফলে এই সিনেমা নিয়ে বেশ উত্তেজিত দর্শকরা। এবার জানা গেল, এই সিনেমায় থাকবেন হৃতিকও। যা উন্মাদনা আরও বাড়িয়ে তুলল। টাইগার ফ্রাঞ্চাইসি তৃতীয় ছবিতে ভিলেন রূপে ধরা দিচ্ছেন ইমরান হাশমি। পৃথিবীর মানচিত্র থেকে ভারতের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার কথা জানায় ইমরান।

ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় দুই মেগাস্টার, সলমান খান এবং ক্যাটরিনা কইফ টাইগার ৩-এ সুপার স্পাই টাইগার এবং জোয়া হিসাবে তাদের আইকনিক ভূমিকায় অভিনয় করবেন। আদিত্য চোপড়া প্রযোজিত, টাইগার ৩ এই দীপাবলিতে, ১২ই নভেম্বর মুক্তি পেতে চলেছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। এই সিনেমাকে ইতিমধ্যেই হলিউড অ্যাকশন ফিল্মের সমতুল্য বলেছেন সিনেমার ডিরেক্টর মণীশ। তা ছাড়া সিনেমার ট্রেলারের মুক্তি পাওয়ার পর মণীশের কথা অনুযায়ী হলিউডের সিনেমার মতো টাইগার ৩ ও অ্যাকশন দেখতে পাওয়া যাবে বলে আশা করছেন দর্শকরা।

৩৬ বছর পর জুটি বেধে 'থাগ লাইফ' সিনেমা আনতে চলেছেন কমল হাসান-মণি রত্নম 
৩৬ বছর পর জুটি বেধে 'থাগ লাইফ' সিনেমা আনতে চলেছেন কমল হাসান-মণি রত্নম 

অন্যদিকে,  প্রায় ৩৬ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন কমল হাসান মণি রত্নম  (Kamal Haasan Mani Ratnam)। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে কমল হাসানের (Kamal Haasan) ‘ইন্ডিয়া ২’ ছবির টিজার। সেই ছবিতেও একেবারে অন্য অবতারে ধরা দিয়েছেন তিনি। এগবার সোশ্যাল মাধ্যমে তাঁর পরবর্তী ছবির ঝলক সামনে আনলেন তিনি নিজেই।  ঝলকে এলোমেলো লম্বা চুল, এক মুখ দাড়ি নিয়ে একেবারে রণংদেহী অবতারে ধরা দিয়েছেন কমল। বোঝাই যাচ্ছে, মণি রত্নমের এই ছবি একটা মাস্টারপিস হতে চলেছে। জনপ্রিয় জুটি কমল হাসান মণি রত্নম  (Kamal Haasan Mani Ratnam) এর এই সিনেমার নাম 'থাগ লাইফ' (Thug Life)। প্রায় ৩৬ বছর পর ফের ভারতীয় সিনেমার খ্যাতনামা পরিচালক মণি রত্নমের ছবিতে ফের অভিনয় করতে চলেছেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। ফলে স্বাভাবিকভাবেই কমল হাসানের এই পোস্টের পর বেশ উচ্ছসিত সিনেমা প্রেমীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File