আন্তর্জাতিক

Abolition of Burqa Law: সুইজারল্যান্ডে বোরখা পড়লেই ৯০০ পাউন্ড জরিমানা!

Abolition of Burqa Law: সুইজারল্যান্ডে বোরখা পড়লেই ৯০০ পাউন্ড জরিমানা!
Key Highlights

সুইজারল্যান্ডে পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখলে দিতে হবে ভারী জরিমানা, ‘বোরকা নিষিদ্ধ’ আইন নিয়ে তোলপাড়!

ধর্মের অজুহাত দিয়ে রাস্তায় বোরখা পরে হাঁটলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এই মর্মে নতুন ‘বোরখা বাতিল আইন’ আনতে চলেছে সুইজারল্যান্ড সরকার। প্রস্তাবিত নতুন এই আইনে বলা হয়েছে, মুখ ঢেকে সুইজারল্যান্ডের রাস্তায় বের হলে দিতে হবে ৯০০ পাউন্ড জরিমানা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮২ হাজার টাকা। ইতিমধ্যেই এই আইনের খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের পার্লামেন্টে। 

নতুন ‘বোরখা বাতিল আইন’-এর খসড়া প্রস্তাবে বেশ কিছু জায়গায় ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। যেমন - কূটনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় স্থানে বা বিমানে পরা যাবে বোরখা। এর পাশাপাশি, স্বাস্থ্য সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি হলেও মুখ ঢেকে রাস্তায় বের হওয়া যাবে বলে ওই আইনের খসড়ায় বলা হয়েছে। প্রসঙ্গত, গত চার মাস ধরে ইরানে চলছে হিজাব বিরোধী আন্দোলন। তার মধ্যেই সুইজারল্যান্ড সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১-এ বোরখা পরে রাস্তায় বের হওয়া বন্ধ করতে নির্দেশিকা জারি করেছিল সুইজারল্যান্ড প্রশাসন। ওই সময় থেকেই এই ইস্যুতে আইন তৈরির কথা ভাবা হয়েছিল। ইউরোপের বেশ কিছু দেশে ইতিমধ্যেই বোরখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ২০১১-তে প্রথমবার আইন করে বোরখা নিষিদ্ধ করেছিল ফ্রান্স। পরবর্তীক্ষেত্রে ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ড এবং বুলগেরিয়াতেও একই ধরনের আইন পাস করা হয়। প্রসঙ্গত, সুইজারল্যান্ডের জনসংখ্যার মাত্র ৫ শতাংশই মুসলিম। 

সম্প্রতি এই ইস্যুতে বোরখা খুলে বিবস্ত্র হয়ে প্রতিবাদে সামিল হলেন ইরানি মডেল-অভিনেত্রী এলনাজ নওরোজি। নিজের ইন্টাগ্রাম প্রোফাইলে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। এই ভিডিয়োর পাশাপাশি একটি দীর্ঘ পোস্টও দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, “কে কী পরবেন, সেটা একান্তই তাঁর ব্য়ক্তিগত ব্যাপার। এটা জোর করে কখনই চাপিয়ে দেওয়া যায় না।”


Cholesterol | কফি মেশিন থেকে বারে বারে কফি খান? সাবধান! ওই মেশিনেই লুকিয়ে 'মৃত্যু ফাঁদ'!
Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Malaysia | গ্যাসের পাইপলাইন ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১৪৫ জনের! মর্মান্তিক দুর্ঘটনা মালয়েশিয়ায়!
Siliguri Murder | বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে গিয়েছিল, শিলিগুড়ির জঙ্গলে মিললো নবম শ্রেণির ছাত্রীর মৃতদেহ !
Medical Students | হবু ডাক্তারদের মধ্যে বেড়েছে ড্রপ আউট-সুইসাইডের প্রবণতা! মারাত্মক তথ্য দিলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla