আন্তর্জাতিক

Abolition of Burqa Law: সুইজারল্যান্ডে বোরখা পড়লেই ৯০০ পাউন্ড জরিমানা!

Abolition of Burqa Law: সুইজারল্যান্ডে বোরখা পড়লেই ৯০০ পাউন্ড জরিমানা!
Key Highlights

সুইজারল্যান্ডে পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখলে দিতে হবে ভারী জরিমানা, ‘বোরকা নিষিদ্ধ’ আইন নিয়ে তোলপাড়!

ধর্মের অজুহাত দিয়ে রাস্তায় বোরখা পরে হাঁটলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এই মর্মে নতুন ‘বোরখা বাতিল আইন’ আনতে চলেছে সুইজারল্যান্ড সরকার। প্রস্তাবিত নতুন এই আইনে বলা হয়েছে, মুখ ঢেকে সুইজারল্যান্ডের রাস্তায় বের হলে দিতে হবে ৯০০ পাউন্ড জরিমানা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮২ হাজার টাকা। ইতিমধ্যেই এই আইনের খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের পার্লামেন্টে। 

নতুন ‘বোরখা বাতিল আইন’-এর খসড়া প্রস্তাবে বেশ কিছু জায়গায় ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। যেমন - কূটনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় স্থানে বা বিমানে পরা যাবে বোরখা। এর পাশাপাশি, স্বাস্থ্য সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি হলেও মুখ ঢেকে রাস্তায় বের হওয়া যাবে বলে ওই আইনের খসড়ায় বলা হয়েছে। প্রসঙ্গত, গত চার মাস ধরে ইরানে চলছে হিজাব বিরোধী আন্দোলন। তার মধ্যেই সুইজারল্যান্ড সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১-এ বোরখা পরে রাস্তায় বের হওয়া বন্ধ করতে নির্দেশিকা জারি করেছিল সুইজারল্যান্ড প্রশাসন। ওই সময় থেকেই এই ইস্যুতে আইন তৈরির কথা ভাবা হয়েছিল। ইউরোপের বেশ কিছু দেশে ইতিমধ্যেই বোরখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ২০১১-তে প্রথমবার আইন করে বোরখা নিষিদ্ধ করেছিল ফ্রান্স। পরবর্তীক্ষেত্রে ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ড এবং বুলগেরিয়াতেও একই ধরনের আইন পাস করা হয়। প্রসঙ্গত, সুইজারল্যান্ডের জনসংখ্যার মাত্র ৫ শতাংশই মুসলিম। 

সম্প্রতি এই ইস্যুতে বোরখা খুলে বিবস্ত্র হয়ে প্রতিবাদে সামিল হলেন ইরানি মডেল-অভিনেত্রী এলনাজ নওরোজি। নিজের ইন্টাগ্রাম প্রোফাইলে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। এই ভিডিয়োর পাশাপাশি একটি দীর্ঘ পোস্টও দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, “কে কী পরবেন, সেটা একান্তই তাঁর ব্য়ক্তিগত ব্যাপার। এটা জোর করে কখনই চাপিয়ে দেওয়া যায় না।”


Spicejet Flight | উড়তে গিয়েই খুলে গেল স্পাইসজেটের বিমানের চাকা! মুম্বই বিমানবন্দরে অল্পের জন্যে রক্ষা পেলো যাত্রীরা
Dakhineswar Metro Murder | ভরসন্ধ্যায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়াকে কুপিয়ে খুন! বিধ্বস্ত পরিবার
Delhi | পুজোর আগে নাশকতার ছক! দিল্লি থেকে IED বিস্ফোরক সহ গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজন IS-জঙ্গি
Local Train Cancelled | শুক্রে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, চলবে মেরামতির কাজ, দেখে নিন তালিকা
Nepal Protest | কাঠমান্ডু এয়ারপোর্টে আটক ৪০০-ভারতীয়, নয়াদিল্লি থেকে নেপাল যাচ্ছে বিশেষ বিমান
Anuparna Roy | বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক অনুপর্ণা রায়
Srilanka | শ্রীলঙ্কায় ১০০০ ফুট খাদে পড়লো যাত্রীবাহী বাস! মৃত ৫ শিশু সহ ১৫