রাজ্য

WB Fire Brigade: হলফনামা জমা না পড়ায় পিএসসিকে জরিমানা আদালতের

WB Fire Brigade: হলফনামা জমা না পড়ায় পিএসসিকে জরিমানা আদালতের
Key Highlights

হাইকোর্ট ১০ হাজার টাকা জরিমানার শর্তে পিএসসিকে 'দমকল কর্মী নিয়োগ মামলা'-য় হলফনামা জমা দেওয়ার জন্য আরও সময় দু’সপ্তাহ সময় দিল।

রাজ্যে বিভিন্ন সরকারী সংস্থায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই জালিয়াতি ধরা পড়েছে। ইতিমধ্যেই স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মামলা চলছে কলকাতা হাই কোর্টে। সেই আবহে দমকল দফতরে নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠায় মামলা হয় কলকাতা হাইকোর্টে।

মামলাকারীদের অভিযোগ, অসংরক্ষিত (জেনারেল) এক প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য সংরক্ষিতের তালিকায় তাঁর নাম তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, কয়েকটি প্রশ্নে ভুল ছিল বলেও অভিযোগ। অনেক প্রার্থী একই নম্বর পেয়েছেন। নিয়োগ কর্তারা পছন্দের প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দিয়ে চাকরির সুযোগ করে দিয়েছেন। যদিওবা রাজ্য সরকার মামলাকারীদের এ সব অভিযোগ অবশ্য মানেননি।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হলফনামা জমা দেওয়ার জন্য আরও সময় চেয়েছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ PSC। সোমবার তাদের ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। জরিমানার শর্তে পিএসসিকে অতিরিক্ত দু’সপ্তাহ সময় দিল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।

বিচারপতিদের মতে, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হোক। বার বার শুনানি পিছিয়ে দেওয়া উচিত নয়। জরিমানার নির্দেশ দিয়ে জানানো হয়, তিন সপ্তাহ পর দমকলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলাটি আবারও শুনানির জন্য উঠবে। দেড় হাজার পদে নিয়োগ প্রক্রিয়ার উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল, তার মেয়াদ ইতিমধ্যেই আরও চার সপ্তাহ বা প্রায় ১ মাস বাড়িয়েছে আদালত।

প্রসঙ্গত, দমকলের অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। দেড় হাজার কর্মী নিয়োগের কথা ছিল। ২০১৮ সালে লিখিত পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষা নেওয়া হয় পরে। এই নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য ট্রাইব্যুনালে মামলা করেন বাসুদেব ঘোষ-সহ কয়েক জন চাকরিপ্রার্থী।


Suri | আদিবাসী প্রৌঢ়াকে জঙ্গলের মধ্যে গণধর্ষণ, থেঁতলে দেওয়া হলো মুখ! আতঙ্ক সিউড়িতে
Women's Cricket World Cup | নভেম্বরে ভারত কন্যেদের শাপমোচন, প্রোটিয়াদের উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি-শেফালিরা
Jodhpur Accident | ভারতমালা এক্সপ্রেসওয়েতে ট্রাকে ধাক্কা খেলো পুণ্যার্থীদের টেম্পো, ঘটনাস্থলে মৃত ১৮
Shefali Verma | ফাইনালের স্কোরবোর্ডে শেফালি ভার্মার নামের পাশে উজ্বল ৮৭! প্রোটিয়াদের টার্গেট কত?
ISRO | ‘বাহুবলী-র কাঁধে ভর দিয়ে মহাকাশে ৪, ৪১০ কেজির স্যাটেলাইট, সাফল্য ISRO-র
Sabarimala temple | শবরীমালা মন্দিরের সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার বোর্ডের আরেক আধিকারিক!
Breaking News | নভেম্বরে ভারত কন্যেদের শাপমোচন, প্রোটিয়াদের উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি-শেফালিরা