FIFA World Cup 2026 Qualifiers | বিশ্বকাপ কোয়ালিফায়ারে কাতারের কাছে ৩ গোলে পরাজিত সুনীলরা! ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র পরিস্থিতিতে মাঠ ছাড়লেন মেসিরা!

Wednesday, November 22 2023, 12:22 pm
highlightKey Highlights

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার ম্যাচে ভারত বনাম কাতার ম্যাচ পর্বে ঘরের মাঠে ৩ গোলে কাতারের কাছে পরাজিত ভারত। ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার পর্বে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে দর্শকদের মধ্যে মারকাটারি পরিস্থিতির সৃষ্টি। লাঠিচার্জ করে পুলিশ।


ক্রিকেট বিশ্বকাপে ভারতের পরাজয়ের পর সকলেরই আশা এখন ফুটবল বিশ্বকাপ। তবে সেখানেও পরাজয়ের স্বাদ! ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার (FIFA World Cup 2026 Qualifiers) ম্যাচে কাতারের বিরুদ্ধে ৩-০ গোলে হারল মেন ইন ব্লু। এই হারের ফলে ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ারে ভারত (FIFA World Cup 2026 Qualifiers India) দলের ওপর বাড়তে পারে চাপ। অন্যদিকে,  বুধবার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল বনাম আর্জেন্টিনা (Brazil vs Argentina) ম্যাচে তৈরী হয় হুলুস্থূল-মারকাটারি পরিবেশ। দু’দেশের সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি। যার ফলে মাঠ ছাড়লেন লিওনেল মেসি (Lionel Messi)।

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার ম্যাচে ভারত বনাম কাতার ম্যাচ পর্বে ৩ গোলে কাতারের কাছে পরাজিত ভারত
ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার ম্যাচে ভারত বনাম কাতার ম্যাচ পর্বে ৩ গোলে কাতারের কাছে পরাজিত ভারত

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ারের জন্য ভারত বনাম কাতার (India vs Qatar) ম্যাচ আয়োজিত হয় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium in Bhubaneswar)। ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই চাপে ছিল ভারতীয় দল। একেবারে গোড়া থেকেই টিম ইন্ডিয়ার রক্ষণের ফাঁকফোঁকর স্পষ্ট হয়ে যায়। এদিন গোলরক্ষক হিসাবে অমরিন্দর সিংকে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। চাপের মুখে তাঁকেও শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল। যার ফলশ্রুতিতে ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়েন সন্দেশ ঝিংঘানরা। ডিফেন্সের জটলার মধ্যে গোল করে যান কাতারের মুস্তাফা। কাতারের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে পিছিয়ে পড়ে প্রত্যাবর্তনের কাজটা কার্যত অসম্ভব ছিল ভারতের পক্ষে। তবু প্রথমার্ধের শেষ পর্যন্ত চেষ্টা করে গেলেন অনিরুদ্ধ থাপা, সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। ম্যাচের ৪২ মিনিটে অনিরুদ্ধ থাপা একটি সহজ সুযোগ পেয়েও গিয়েছিলেন। কিন্তু ফাঁকা গোলে বলটি বাইরে মারেন তিনি। এই ম্যাচে কাতারের হয়ে এই তিনটে গোল করেছেন মুস্তাফা মিশাল (৪ মিনিট), মোয়েজ আলি (৪৬ মিনিট) এবং ইউসুফ আবদুরিসাগ (৮৬ মিনিট)।

ভারত বনাম কাতার (India vs Qatar) ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার ম্যাচে দ্বিতীয়ার্ধে আশা করা ছিল যে সুনীলরা অন্তত সমতা ফেরাতে পারবেন। কিন্তু, খেলা শুরু হতেই সেই আশায় জল ঢেলে দিলেন কাতারের ফুটবলার মোয়েজ আলি। তিনি ৪৬ মিনিটে দলকে ২-০ ব্যবধানে কাতারকে এগিয়ে দেন। খৌকির পাস থেকে বলটা বক্সের মধ্যে ঢুকেছিল। সেই বলে একটি দুর্দান্ত শট নিয়েছিলেন আফিফ। কিন্তু, প্রথমবার অমরিন্দর গোল বাঁচালেও বলটা ধরে রাখতে পারেননি। ম্যাচের ৬৫ মিনিটে টিম ইন্ডিয়ার হয়ে একটা নিশ্চিত গোল মিস করেন সাহাল। কাতারের তিন ডিফেন্ডারকে কাটিয়ে সুরেশ বলটা সাহালের দিকে পাঠিয়েছিলেন। ৭ মিনিটে আরও এক গোল হজম করতে হয় টিম ইন্ডিয়াকে। গত বিশ্বকাপের আয়োজক দেশের বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত হয় মেন ইন ব্লু। ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ারে ভারত (FIFA World Cup 2026 Qualifiers India) এর স্থান বর্তমানে ১০২ নম্বরে রয়েছে।

কাতারের কাছে পরাজিত হয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ারে ভারত-র স্থান বর্তমানে ১০২ নম্বরে 
কাতারের কাছে পরাজিত হয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ারে ভারত-র স্থান বর্তমানে ১০২ নম্বরে 

 ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার ব্রাজিল বনাম আর্জেন্টিনা :

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার (FIFA World Cup 2026 Qualifiers) পর্বে বুধবার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে (Maracana Stadium in Rio de Janeiro) মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু খেলা শুরুর আগেই ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। এর পরেই সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। এর ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা (Brazil vs Argentina) ম্যাচ। ভারতীয় সময় অনুসারে সকাল ৬ টাতে শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে গণ্ডগোলের জেরে ম্যাচ পিছিয়ে যায় ৩০ মিনিট। যখন ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলাররা নিজের নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইতে লাইনে দাঁড়িয়েছিলেন তখন সেই সময়ই স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দু’দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একে অপরের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারতে শুরু করেন। যা দেখে হতবাক হয়ে যান দু’দেশের ফুটবলাররাই। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যেতে শুরু করলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ঘটনায় দুই দলের বহু সমর্থকরা আহত হন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার পর্বে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে দর্শকদের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতে মাঠ ছাড়লেন মেসিরা
ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার পর্বে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে দর্শকদের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতে মাঠ ছাড়লেন মেসিরা

অন্যদিকে, আর্জেন্টিনার সমর্থকদের পুলিশ লাঠিপেটা করার সময় মেসিকে সেই দিকে ইশারা করে ম্যাচ আয়োজকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপরেই সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন মেসি। কিন্তু মাঠ ছাড়েননি ব্রাজিলের প্লেয়াররা। খেলার আধিকারিকরাও অবশ্য সেই সময়ে মাঠেই দাঁড়িয়েছিলেন। পরে অবশ্য আর্জেন্তিনা খেলোয়াড়রা শীঘ্রই মাঠে  ফিরে আসেন এবং ম্যাচটি সকাল সাড়ে ৬ টায় শুরু হয়। উল্লেখ্য, এই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৬৩ মিনিটের মাথায় গোল করেন নিকোলাস ওটামেন্ডি। ৮১ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ব্রাজিলের জোলিন্টন। ফলে ১০ জনকে নিয়ে খেলতে হয় ব্রাজিলকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File