দেশ

ICSE Examination| ২০২৪ সালেই আইসিএসই পরীক্ষার সমাপ্তি? কেবল দ্বাদশেই দিতে হবে বোর্ডস!

ICSE Examination| ২০২৪ সালেই আইসিএসই পরীক্ষার সমাপ্তি? কেবল দ্বাদশেই দিতে হবে বোর্ডস!
Key Highlights

সিআইএসসিই বোর্ডেও গুরুত্ব হারাতে চলেছে দশমের পরীক্ষা। ২০২৫ সাল থেকে বন্ধ হতে পারে দশমের বোর্ডস পরীক্ষা আইসিএসই, ইঙ্গিত দিলেন সিআইএসসিই চিফ এক্সিকিউটিভ।

আগামী বছরই হতে পারে শেষ হতে পারে আইসিএসই পরীক্ষা (ICSE Exam)। দশম শ্রেণীতে নয়, একেবারে দ্বাদশ শ্রেণীতে উঠেই বোর্ডের পরীক্ষা দেবে পড়ুয়ারা। এমনটাই ইঙ্গিত দিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে শিক্ষা মহলে। যার সূত্রপাত ঘটে, সিআইএসসিই চিফ এক্সিকিউটিভ, জেরি অ্যারাথুনের (CISCE Chief Executive Gerry Arathoon) থেকেই। তাহলে কি সিবিএসই-র (CBSE) মতোই দশম শ্রেণীর পরীক্ষার গুরুত্ব হারাতে চলেছে সিআইএসসিই বোর্ড?

 কলকাতার লালা লাজপত রাই সরণীতে স্কুলগুলির নয়া শিক্ষা নীতি কার্যকরের জন্য প্রশিক্ষণ শুরু করেছে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস বা সিআইএসসিই (The Council for Indian School Certificate Examinations)। আগামী পাঁচ দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। গতকাল অর্থাৎ ২৪সে জুলাই, সোমবার সেখানেই হাজির ছিলেন সিআইএসসিই সচিব জেরি অ্যারাথুন। সেখান থেকেই তিনি জানান, জাতীয় শিক্ষানীতি মেনে চললে ২০২৫ সালের আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা হবে কি না, তা নিশ্চিত নয়। সিআইএসসিই তাদের অনুমোদিত স্কুলে আইসিএসই (ICSE) অর্থাৎ দশম এবং আইএসসি (ISC) অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলি নিয়ে থাকে। কিন্তু নয়া শিক্ষা নীতি অনুযায়ী, আইসিএসই পরীক্ষা নেওয়া হবে না। যদিও এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকই।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে কেন্দ্রীয় স্কুল বোর্ড সিবিএসই তাদের দশম শ্রেণির পরীক্ষাটিকে ঐচ্ছিক বলে ঘোষণা করে। যদিও পরে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এই পরীক্ষা ফের বাধ্যতামূলক করে দেওয়া হয়। করোনার (Corona) সময়ও ঐচ্ছিক ছিল সিবিএসই, আইসিএসই বা আইএসসি পরীক্ষাগুলি। তবে,পাকাপাকিভাবে দশম শ্রেণির পরীক্ষা তুলে দেয়নি সিবিএসই বোর্ড। কিন্তু এবার সিআইএসসিই দশম শ্রেণীর পরীক্ষা তুলে দিলে একই পথে হাঁটতে পারে সিবিএসইও। যদিও সচিব জেরি অ্যারাথুন জানান, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এখন প্রশ্ন, হঠাৎ করে দশম শ্রেণীর পরীক্ষা গুরুত্ব হারাচ্ছে কেন? আসলে জাতীয় শিক্ষানীতি ২০২০-তে (National Education Policy 2020) সুপারিশ করা হয়েছে, স্কুলে একটিই বোর্ড পরীক্ষা থাকবে। যা থাকবে দ্বাদশ শ্রেণিতে। ফলে দশম শ্রেণির পরীক্ষাটি সংশ্লিষ্ট স্কুলের বার্ষিক পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। এতে বোর্ডগুলির সরাসরি কোনও ভূমিকা থাকবে না। 

পরীক্ষা প্রসঙ্গে  সিআইএসসিই চিফ এক্সিকিউটিভ জেরি অ্যারাথুন জানান,জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নের জন্য ২০২৪ সালের আইসিএসই এবং আইএসসি পরীক্ষাতে কিছু বদল আনা হচ্ছে। এই বদলগুলির মধ্যে থাকছে সব বিষয়ে  ‘ক্রিটিক্যাল থিঙ্কিং’ (Critical Thinking)। এর জন্য বরাদ্দ থাকবে ১০ নম্বর। ‘ক্রিটিক্যাল থিঙ্কিং’ এর  মাধ্যমে পড়ুয়ারা কোনও বিষয় কতটা গভীরভাবে বুঝতে এবং প্রাঞ্জলভাবে প্রকাশ করতে পারছেন, তা দেখা হবে। মূলত পড়ুয়াদের প্রথাগত 'মুখস্তবিদ্যা' থেকে বিরতির জন্যই এই সিদ্ধান্ত বোর্ডের।