খেলাধুলা

ODI Cricket World Cup 2023 | শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে চারেই নিউজিল্যান্ড! সেমিতে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড না পাক?

ODI Cricket World Cup 2023 | শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে চারেই নিউজিল্যান্ড! সেমিতে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড না পাক?
Key Highlights

আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালের পথ অনেকটা মসৃন হলো নিউজিল্যান্ডের জন্য। শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারেই রইলো নিউজিল্যান্ড। বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দলের বিরুদ্ধে পাক না নিউজিল্যান্ড সেমিতে খেলবে সেই দিকেই তাকিয়ে সকলে।

শ্রীলঙ্কাকে হারিয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ পয়েন্ট টেবিল (ODI World Cup 2023 Points Table) এর শেষ চারে ওঠার রাস্তা আরও সহজ করে নিলো নিউজিল্যান্ড। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই মতে এখনও পর্যন্ত ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত যে সেমিফাইনালে মুখোমুখি খেলতে চলেছে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) ও নিউজিল্যান্ড। এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয় বেশ চিন্তায় ফেলেছে পাকিস্তানকে।

 বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে একতরফা ম্যাচে শ্রীলঙ্কাকে দুরমুশ করল নিউজিল্যান্ড। কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজদের ৫ উইকেটে ও ২৬ ওভার ৪ বল বাকি থাকতে হারাল ব্ল্যাক ক্যাপসরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৬.৪ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। কুশল পেরেরার ৫১ ও মাহিশ থিকসানার ৩৮ রান ছাড়া কোনও লঙ্কান ব্যাটাব ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। কিউদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র। এরপর ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ডেভন কনওয়ের ৪৫, রাচীন রবীন্দ্রর ৪২ ও ডায়ার্ল মিচেলের ৪৩ রানের ইনিংসের সুবাদে সহজ জয় পায় গত বিশ্বকাপের রানার্সআপরা। ২৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের জয়ের পর  ৯ ম্যাচে ৫ জয় নিয়ে লিগ ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ পয়েন্ট টেবিল (ODI World Cup 2023 Points Table) এর চতুর্থ স্থানে বজায় থাকলো নিউজিল্যান্ড। যাদের নেট রানরেট +০.৭৪৩। অপরদিকে, ১ ম্যাচ কম খেলে ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পাকিস্তানের পয়েন্ট ৮। বাবরদের নেট রানরেট +০.০৩৬। উল্লেখ্য, এক সময়ে আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup Semi-Final) এ ভারত-পাক ম্যাচ হওয়া নিয়ে সম্ভাবনা জোরালো হচ্ছে। আবার এক সময়ে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। নিউজিল্যান্ডের জয়ের পর ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত যে সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) ও নিউজিল্যান্ড। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার কাছে হারের পর সেমিফাইনালের ওঠার লড়াইয়ে একপ্রকার শেষ হয়ে গিয়েছেআফগানিস্তানের। তবে একেবারে অসম্ভব একটা সমীকরণ মাথায় নিয়েই আজ, ১০ই নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের শেষ গ্রুপ লিগের ম্যাচ খেলতে নামছে হাসমাতউল্লাহ শাহিদির দল। শেষ চারের সম্ভাবনা প্রায় না থাকলেও এই ম্যাচে জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শেষ করতে মরিয়া আফগানরা।

উল্লেখ্য, আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup Semi-Final) ও ফাইনালের টিকিট বিক্রি শুরুর ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। দুটো সেমিফাইনাল ও ফাইনালের জন্য টিকিট বিক্রির ঘোষণা করল বোর্ড। ৯ তারিখ সকালে এই ঘোষণা করা হয় বিসিসিআইয়ের তরফ থেকে। ৯ তারিখ সন্ধ্যে আটটা থেকে শুরু হয় টিকিট বিক্রি। প্রসঙ্গত,এবার প্রথম সেমিফাইনালটা হবে ১৫ই নভেম্বর মুম্বইতে ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ১৬ই নভেম্বর ইডেন গার্ডেন্স কলকাতা (Eden Gardens Kolkata)। ১৯ তারিখ ফাইনাল খেলা হবে অহমেদাবাদে। যদিও আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup Semi-Final)এ কোন দল কোন স্টেডিয়ামে খেলবে সেটা এখনও নিশ্চিত নয়।কারণ যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে তাহলে ভারতের সঙ্গে খেলবে পাক দল। আর এই ম্যাচ মুম্বইয়ের বদলে হবে ইডেন গার্ডেন্স কলকাতা (Eden Gardens Kolkata)তে।