খেলাধুলা

India vs Australia 2023 | 'তীরে এসে তরী ডুবল' ভারতের! ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া! 'টিম ইন্ডিয়ার ওপর গর্বিত' বার্তা মোদি-সহ টলি-বলির!

India vs Australia 2023 | 'তীরে এসে তরী ডুবল' ভারতের! ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া! 'টিম ইন্ডিয়ার ওপর গর্বিত' বার্তা মোদি-সহ টলি-বলির!
Key Highlights

আইসিসি বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ এ বিশ্বকাপ জয় করলো অস্ট্রেলিয়া। গোটা বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে পরাজিত ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ইন্ডিয়া স্কোয়াড। 'টিম ভালো খেলেছে' বললেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেলেবরা।

এ যেন সত্যি হতে চলা স্বপ্ন চোখের সামনেই ভেঙে যাওয়ার ঘটনা। ভারতে আয়োজিত বিশ্বকাপ ২০২৩ এ সবকটি ম্যাচ জিতে আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final) এ উঠেও 'কাপ' জিততে পারলো না ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad)। ১ লক্ষ ৩২ হাজারের গ্যালারিকে চুপ করিয়ে ষষ্ঠম বারের জন্য বিশ্বকাপ তুলে নিলো অজিরা। ভেঙে চুরমার গোটা ভারতের মন।

ভারতে ক্রিকেট মহারণ আয়োজিত হয়েছিল এবার। কার্যতই ক্রিকেট প্রেমী ভারতে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় ২০২৩ এ ম্যাচ নিয়ে বেশি উচ্ছসিত ছিলেন দর্শকরা। তারওপর শুরু থেকেই ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad) এর দুর্দান্ত পারফর্মেন্সের জন্য আত্মবিশ্বাসী হয়ে পরে ভারত। পর পর ১০টি ম্যাচ জিতে আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final)এ ওঠে 'মেইন ইন ব্লু'। এদিকে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ২০২৩ এ ভারত অস্ট্রেলিয়াকে আগেই হারিয়েছিল ২২ গজের মাঠে। ফলে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ (India vs Australia ODI 2023) বিশ্বকাপ ফাইনালে অজিদের হারিয়ে ঘরের মাঠেই তৃতীয়বার ক্রিকেট বিশ্ব জয় করতে পারবে বলে বেশ কনফিডেন্ট ছিল ভারতীয় ক্রিকেট টিম থেকে শুরু করে ১৩০কোটি দেশবাসী। তবে 'তরে এসে তরি ডুবল' ভারতের। ৪২ বল বাকি থাকতে ৪উইকেট খুইয়ে লক্ষ্য রান পূরণ করে অস্ট্রেলিয়া।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium in Ahmedabad) ধুমধাম করে শুরু হয় ভারত বনাম অস্ট্রেলিয়া ২০২৩ (India vs Australia 2023) বিশ্বকাপ ফাইনাল। আতসবাজি, ড্রোনের মাধ্যমে অত্যাধুনিক লেজ়ার শো, বায়ু সেনার শো, একাধিক তারকাদের সঙ্গীত এবং নৃত্য পরিবেশন। ভিভিআইপি বক্সে পাশাপাশি বসে ম্যাচ দেখছেন সস্ত্রীক শাহরুখ খান (Shah Rukh Khan), আশা ভোঁসলে (Asha Bhosle), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রণবীর সিংহ (Ranveer Singh), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), ছেলে তথা বোর্ড সচিব জয় শাহর (Jai Shah) সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi)। ভারতের বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের জন্যও সব প্রস্তুতি ছিল। তবে সবই দুঃস্বপ্নে পরিণত হলো।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে অস্ট্রেলিয়া। ভারত বনাম অস্ট্রেলিয়া ২০২৩ (India vs Australia 2023) বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং করে ২৪০ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। যারা গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলিংকে গুঁড়িয়ে দিয়েছেন, তাঁরাই ফাইনালে বর্ণহীন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে অস্ট্রেলিয়া। তাও আবার ৪২ বল বাকি থাকতে। অস্ট্রেলিয়ার জয়ে সবচেয়ে উজ্জ্বল হয়ে রইলেন এমন একজন ক্রিকেটার, যিনি গোটা টুর্নামেন্টে খেলতেই পারেননি। ট্র্যাভিস হেড (Travis Head)। রবিবার ফাইনাল ছিল চলতি বিশ্বকাপে তাঁর ষষ্ঠ ম্যাচ। চোটের জন্য বাকি পাঁচ ম্যাচে খেলেননি হেড। তবে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ (India vs Australia ODI 2023) বিশ্বকাপ ফাইনালে নেমে হেড ১২০ বলে ১৩৭ রান করেন। ১৫টি চার এবং চারটি ছক্কা মারেন গোটা ইনিংসে। ভারতের গোটা দল মেরেছে ১৩টি চার এবং তিনটি ছক্কা।

হেডের সঙ্গী ছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। রবিবার স্মিথ না পারলেও হেডের সঙ্গী হলেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। উইকেটে মার্নাস লাবুশেনের সঙ্গে ১৯২ রান যোগ করে ভারতের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দেন হেড। ইনিংস ওপেন করতে নেমে বিধ্বংসী সেঞ্চুরি করলেন। ১২০ বলে ১৩৭ রান করে মহম্মদ সিরাজের বলে বাউন্ডারি লাইনে যখন ধরা পড়লেন, ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার ৪৩ বলে চাই ২ রান। কার্যত একা হাতে অস্ট্রেলিয়াকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতালেন হেড। অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে ভারতের যন্ত্রণা বাড়ালেন লাবুশেন। ফাইনালের পাশাপাশি সেমিফাইনালেও ম্যাচের সেরা হয়েছিলেন হেড। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর বল হাতে ২ উইকেট নেওয়া ম্যাচের রং বদলে দিয়েছিল। পরে ব্যাট হাতে করেন ৬২ রান। যা জয় এনে দেয় অস্ট্রেলিয়াকে। রবিবারও বল করেছিলেন হেড। তাঁর করা ২ ওভারে দেন মাত্র ৪ রান।

অন্যদিকে, ভারত ইতিপূর্বে লোকেশ রাহুল ১০৭ বলে ৬৬ রান এবং বিরাট কোহলির ৬৩ বলে ৫৪ রান হাফসেঞ্চুরি করেন। দুজনের মধ্যে চতুর্থ উইকেটে ৬৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। আর সেই সুবাদেই টিম ইন্ডিয়া ৫০ ওভারে ২৪০ রান তোলে। অধিনায়ক রোহিত শর্মা করেন ৪৭। আর এভাবেই টিম ইন্ডিয়া ২০০৩ সালে জোহানেসবার্গে আয়োজিত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের বদলা আর নিতে পারল না। চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এছাড়া ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালেও অজিদের কাছে পরাস্ত হয় টিম ইন্ডিয়া। প্রসঙ্গত, চলতি বছর জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ট্রাভিস হেড ১৬৩ রান করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছিলেন। এবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে তিনি ১৩৭ রান করে টিম ইন্ডিয়াকে হারিয়ে দিলেন।

তবে গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকে ফাইনালে জয় ছিনিয়ে নিতে না পারলেও 'মেন ইন ব্লু'র লড়াইকে কুর্নিশ জানাচ্ছে সকলেই। কঠিন এই সময়ে রোহিত-বাহিনীর পাশে থাকার বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপজুড়ে তোমাদের প্রতিভা ও দৃঢ়তা ছিল উল্লেখযোগ্য। বিশাল উৎসাহ নিয়ে তোমরা খেলেছ এবং গোটা দেশ তোমাদের জন্য গর্বিত। আজ এবং সর্বদা আমরা তোমাদের পাশে আছি। এর পাশাপাশি টলি-বলি তারকারাও তাদের সোশ্যাল মাধ্যমে টিম ইন্ডিয়াকে তাদের পার্ফর্মেনসের জন্য কুর্নিশ জানিয়েছেন। পাশাপাশি টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা সঞ্চালক রবি শাস্ত্রীকে বলেন, প্রথম ম্যাচ থেকে যে ভাবে টিম ইন্ডিয়া খেলেছে তার জন্যে গর্বিত তিনি। তবে ফাইনালের দিনটা টিম ইন্ডিয়ার ছিল না। যতটা সম্ভব চেষ্টা করেছে দল। ভাল খেলেছে টিম ইন্ডিয়া' সোশ্যালে পোস্ট দিয়ে আবেগঘন পোস্টে টলি থেকে বলিউডের সেলেবরাও। সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেছেন, বাংলা সিনেমা ছেড়ে ভারতীয় খেলোয়ারদের পাশে দাঁড়ান। বলি তারকা আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডা, সুরকার অমিত ত্রিবেদী, গায়ক বিশাল মিশ্রর মতো একাধিক টলিউড-বলিউড সেলিব্রিটিরা টিম ইন্ডিয়ার জন্য পোস্ট করেছেন স্যোশাল মাধ্যমে। স্বপ্নভঙ্গ হলেও দলের প্রতি যে গর্বিত সেই বার্তায় দিয়েছেন সকলে।

বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছে ৩৩ কোটি টাকা। অন্যদিকে রানার্স আপ হয়ে ১৬ কোটি টাকা পাবে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দল যেহেতু এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হেরে গিয়েছে, সেকারণে ১৬ কোটি টাকা নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হবে। এই টুর্নামেন্টে সবথেকে সফল ব্যাটার হিসেবে পুরস্কৃত হন বিরাট কোহলি (Virat Kohli)। রবিচন্দ্রন অশ্বিনের মতো তিনিও দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলেন। তবে সেই স্বপ্ন ভঙ্গ হলো। টানা ১২ বছর পর আবারও টিম ইন্ডিয়ার কাছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু, এবারও ট্রফি খরা অব্যাহত রইল। নেওয়া হলোনা ২০০৩ এর বদলা, বরং ২০০৩ এর পর ২০২৩ এর ক্ষত সৃষ্টি হলো। 


Cyclone Fengal | নভেম্বরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফেনজাল'! কোথায় ল্যান্ডফল করবে এই সাইক্লোন?
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
আজকের সেরা খবর | পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি! বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo