খেলাধুলা

ICC World Cup 2023 | শুরু 'ক্রিকেট মহাযজ্ঞ' আইসিসি বিশ্বকাপ ২০২৩! বিশ্বকাপের ট্রফি হাতে মাঠে ঢুকলেন শচীন!

ICC World Cup 2023 | শুরু 'ক্রিকেট মহাযজ্ঞ' আইসিসি বিশ্বকাপ ২০২৩! বিশ্বকাপের ট্রফি হাতে মাঠে ঢুকলেন শচীন!
Key Highlights

আজ, ৫ই অক্টোবর থেকে শুভ সূচনা হলো আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর। ট্রফি হাতে মাঠে প্রবেশ করেন ক্রিকেট আইকন শচীন তেন্ডুলকার। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামলো নিউজ়িল্যান্ড-ইংল্যান্ড।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, ৫ই অক্টোবর, বৃহস্পতিবার শুভ সূচনা হলো আইসিসি বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023) এর। একেই দেশের মাটিতে বিশ্বকাপের উচ্ছাস, তারওপর বিশ্বকাপের সুচনাতেও ছিল ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ চমক। এদিন আইসিসি বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023) সূচনা হয় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium in Ahmedabad)। এখানেই ইতিমধ্যে ব্যাট বল হাতে খেলতে নেমেছে গত বারের দুই ফাইনালিস্ট নিউজ়িল্যান্ড এবং ইংল্যান্ড (New Zealand vs England)। তবে ম্যাচ শুরু আগেই  ক্রিকেট প্রেমীরাআরও একবার বিশ্বকাপ হাতে দেখলেন শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar)!

১২ বছর আগে ২রা এপ্রিলের রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) বিশ্বকাপ ছুঁয়েছিলেন শচীন। কোহলি-শেহওয়াগদের কাঁধে মাস্টার ব্লাস্টার আর তাঁর হাতে জাতীয় পতাকা। এই গোটা মুহূর্তটাই যেন ভারতের ক্রিকেট ইতিহাসে লেখা স্বর্ণাক্ষরে। বিশ্বকাপ হাতে ক্রিকেট আইকন তেন্ডুলকারকে দেখে আবেগপ্রবন হয়ে ওঠেন সকল ভারতীয়। আজ, বৃহিনস্পতিবার ভারতীয় ক্রিকেটের সেই চিরস্মরণীয় মুহূর্তের স্মৃতি ফিরে পেলেন ক্রিকেট প্রেমীরা। আইসিসি বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023) এর প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে বিশ্বকাপ হাতে মাঠে ঢুকলেন শচীন তেণ্ডুলকর। আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council) বা আইসিসি (ICC) গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী ব্যাটার তেন্ডুলকরকে চলতি বিশ্বকাপের বিশ্বব্যাপী প্রতিনিধি অর্থাৎ আইসিসি বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023) এর গ্লোবাল অ্যাম্বাসাডর ঘোষণা করেছে। যার ফলে এদিনআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শচীন বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে ঢুকেসেই ট্রফি নিয়ে রাখলেন পোডিয়ামে। তাঁর সামনে তখন দাঁড়িয়ে একসময়ের সতীর্থ জাভাগল শ্রীনাথ (Javagal Srinath)। যিনি এখন আইসিসি-র ম্যাচ রেফারি হয়ে গিয়েছেন।

অন্যদিকে, আজ, ৫ই অক্টোবর থেকে যেন শুরু হলো এক উৎসব। গোটা বিশ্বের কাছে তো বটেই, বিশেষত ভারতের কাছে আইসিসি বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023) বিশেষ উল্লেখযোগ্য। কারণ চলতি বছর এই টুর্নামেন্ট প্রথম একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। বস্তুত, ১৯৮৩ সালের পর এই প্রথম কোনও দেশ একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে। ফলে এই বিশ্বকাপ আগেরগুলির থেকে আলাদা। পুরস্কারমূল্যের অঙ্ক বৃদ্ধি পাওয়া ছাড়াও দর্শকদের সেরা মানের অভিজ্ঞতা দিতে মরিয়া আয়োজকেরা। এদিন আমদাবাদের স্টেডিয়ামে নিরাপত্তাতেও বেশ জোড় দেওয়া হয়েছে। খলিস্তানিদের হুঁশিয়ারি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। জানা গিয়েছে, স্টেডিয়ামে হাজির প্রায় সাড়ে তিন হাজার পুলিশ। সঙ্গে থাকছে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মাঠে ১৬ জন আইপিএস অফিসার থাকবেন। রাস্তায় প্রচুর ট্র্যাফিক পুলিশও রাখা হচ্ছে। স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে নিরাপত্তার আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। কুইক রেসপন্স টিম, বম্ব ডিটেকশন অ্যান্ড ডিজ়পোসাল টিমও তৈরি থাকবে।

ইতিমধ্যেই চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হয়েছে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে খেলতে নেমেছে গত বারের দুই ফাইনালিস্ট নিউজ়িল্যান্ড এবং ইংল্যান্ড। বেশি বাউন্ডারি মেরে গত বারের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ফলে নিউজ়িল্যান্ড এ বার বদলা নিতে মরিয়া। তবে দুই দলই চোটের কারণে একাধিক ক্রিকেটারকে পাবে না। যার ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে দুই দলই বেশ চিন্তায় ছিল। ইতিমধ্যেই বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্য়ান্ড।

প্রসঙ্গত, চলতি বছরের বিশ্বকাপে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় স্কোয়াড (ODI World Cup 2023 Indian Squad) তার প্রথম ম্যাচ খেলবে আগামী ৮ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সম্প্রতি অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-১ ব্য়বধানে হারিয়েছিল ভারত। সেই আত্মবিশ্বাসটাই কাজে লাগিয়ে খেলতে নামবে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় স্কোয়াড (ODI World Cup 2023 Indian Squad)। তবে ক্রিকেট মহারণ, ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে সকলেই। দেশের মাটিতে ভারত-পাক ম্যাচ দেখার সুযোগ হাত ছাড়া করতে চাইছেন না কেউই। জানা গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় স্কোয়াড (ODI World Cup 2023 Indian Squad) মাঠে নামতে চলেছে আগামী ১৪ তারিখ। এই ম্যাচও আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই।


Sri Sathya Sai Hospital | 'সেবার মাধ্যমে স্বাস্থ্যসেবা', শ্রী সত্য সাই হাসপাতালে চিকিৎসা হয় একেবারে বিনামূল্যে!
Burnpur Bridge Collapsed | ভেঙে পড়ল দামোদর নদ থেকে জল তোলার পাইপ-সহ গোটা লোহার ব্রিজ!
Train Ticket Discount | অসুস্থ অবস্থায় অথবা চিকিৎসা করাতে ট্রেনে ভ্রমণ করছেন? রেল দেবে টিকিটে ছাড়! জানুন কত!
21st July Live | '২৭ শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে'! প্রতি শনি ও রবিবার মিটিং-মিছিল করার নির্দেশ দলকে!
EMU Local Train | ট্রেন যাত্রীদের জন্য সুখবর! ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫টি ট্রেন!
Uttar Pradesh | বিয়ের দু’সপ্তাহের মাথায় সুপারি কিলার ভাড়া করে স্বামীকে খুন! নেপথ্যে স্ত্রীর বিবাহ-পূর্ব প্রেম!
অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের জীবনী, Biography of  Bangladeshi economist Abul Barkat in Bengali