ODI World Cup 2023 India Squad | বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা! বিশেষ চমক নেই ইন্ডিয়ান টিমে! রয়েছে এশিয়া কাপের দলই!
দেশের মাটিতে আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। সময়ের শেষ মুহূর্তে দল ঘোষণা করলো বিসিসিআই। এশিয়া কাপের জন্য নির্বাচিত স্কোয়াডই রয়েছে বিশ্বকাপে।
প্রতীক্ষার অবসান। দেশের মাটিতেই বিশ্ব জয়ের লক্ষ্যে ১৫ সদস্যের ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই (BCCI)। ওডিআই বিশ্বকাপ ২০২৩ ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad) ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এশিয়া কাপ টিম ইন্ডিয়া স্কোয়াডের (Asia Cup Team India Squad) থেকে খুব বেশি হেরফের হয়নি বিশ্বকাপের ক্ষেত্রে। এশিয়া কাপের ১৭ জনের দল থেকে কেবল দুজনকে বাদ দিয়ে তৈরী হয়েছে ওডিআই বিশ্বকাপের টিম ইন্ডিয়া স্কোয়াড।
এদিন, ৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) ১৫ সদস্যের ওডিআই বিশ্বকাপ ২০২৩ ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad) ঘোষণা করেন। এই দলে রয়েছেন ৭ ব্যাটার, ৪ পেসার এবং ৩ স্পিনার। উল্লেখ্য, আগের থেকেই নির্বাচকরা ঠিক করেই রেখেছিলেন এশিয়া কাপে পাক ম্যাচ দেখার পর বিশ্বকাপের জন্য দল বাছা হবে। সেই মতো প্রধান নির্বাচক অজিত আগরকরও উড়ে যান শ্রীলঙ্কায় (Sri Lanka)। সূত্রের খবর, গত শনিবার ভারত-পাক (India-Pak) ম্যাচ বাতিল হওয়ার পর রোহিত শর্মা (Rohit Sharma) এবং রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে বৈঠকে বসেন আগরকর। সেখানেই বেছে নেওয়া হয়েছে ১৫ সদস্যের এই দল।
ক্রিকেট সম্পর্কে আরও পড়ুন : এশিয়া কাপে ভারতীয় দলে বড়ো চমক! ফিরলেন রাহুল-শ্রেয়স!
এশিয়া কাপ টিম ইন্ডিয়া স্কোয়াডের (Asia Cup Team India Squad) ১৭ জনের দল থেকে দু’জনকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপের দলে জায়গা হয়নি রিজার্ভ সদস্য হিসাবে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাওয়া সঞ্জু স্যামসনের (Sanju Samson)। নির্বাচিত ওডিআই বিশ্বকাপ ২০২৩ ইন্ডিয়া স্কোয়াডে (ODI World Cup 2023 India Squad) স্থান পেয়েছেন - অধিনায়ক হিসেবে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিল (Shubman Gill), শ্রেয়স আয়ার (Shreyas Iyer), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), লোকেশ রাহুল (Lokesh Rahul), ঈশান কিশন (Ishan Kishan), সহ-অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), অক্ষর পটেল (Akshar Patel), শার্দূল ঠাকুর (Shardul Thakur), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সামি (Mohammad Sami), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
এশিয়া কাপ ফাইনাল সম্পর্কে পড়ুন : শ্রীলঙ্কাকে এশিয়া কাপে হারিয়ে এবার 'পাখির চোখ' বিশ্বকাপ! এশিয়া কাপ ফাইনালে কী কী নজির গড়লো টিম ইন্ডিয়া?
জাতীয় নির্বাচকদের বৈঠকে বিভিন্ন ক্রিকেটারের নাম নিয়ে আলোচনা হলেও কোচ-অধিনায়কের পছন্দের ১৫ জনকেই বেছে নিয়েছেন তাঁরা। বেশি আলোচনা হয়েছে তিনটি নাম নিয়ে। লোকেশ রাহুল (Lokesh Rahul), রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং যুজবেন্দ্র চহাল (Yuzvendra Chahal)। উল্লেখ্য, রাহুল এখনও ম্যাচ খেলার মতো ফিট নন বলে এশিয়া কাপ টিম ইন্ডিয়া স্কোয়াডে (Asia Cup Team India Squad) থেকেও মাঠে নামেননি তিনি। কবে তিনি ম্যাচ খেলতে পারবেন, তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস বিশেষজ্ঞেরা রাহুলকে নিয়ে এখনও সন্তুষ্ট নন। ম্যাচ খেলার মতো জায়গায় আসতে তাঁর আরও কিছু দিন লাগবে। যদিও মনে করা হচ্ছে, বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে যাবেন। যার ফলে রাহুলকে দলে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে। অন্যদিকে, অশ্বিন এবং চহালের মধ্যে এক জনকে বিশ্বকাপের দলে রাখা নিয়ে আলোচনা হয় দীর্ঘ সময়। যদিও শেষ পর্যন্ত এক জন বিশেষজ্ঞ স্পিনার নিয়েই তৈরি করা হয়েছে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad)।
ক্রিকেট মহারণ ওডিআই বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে রয়েছেন পাঁচ জন ব্যাটার, দু’জন উইকেটরক্ষক-ব্যাটার, চার জন অলরাউন্ডার, তিন জন জোরে বোলার এবং এক জন স্পিনার। ব্যাটার হিসাবে রোহিত ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব। থাকছেন দুই উইকেটরক্ষক-ব্যাটার রাহুল এবং ঈশান কিশন। চারজন অলরাউন্ডার হলেন হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং শার্দূল ঠাকুর। রয়েছেন তিন জন জোরে বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ এবং স্পিনার কুলদীপ যাদব। অর্থাৎ নির্বাচিত এশিয়া কাপ টিম ইন্ডিয়া স্কোয়াড (Asia Cup Team India Squad) থেকে বাদ দেওয়া হয়েছে তিলক বর্মা (Tilak Verma) এবং প্রসিদ্ধ কৃষ্ণকে (Prasiddha Krishna)।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) নিয়ম অনুযায়ী ৫ই সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হত অংশগ্রহণকারী দেশগুলিকে। সেই মতো সময়ের একদম শেষ মুহূর্তে দল ঘোষণা করল ভারত। এটা অবশ্য প্রাথমিক দল। প্রয়োজনে ঘোষিত ১৫ জনের দলে পরিবর্তন করা যাবে। ওডিআই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৮ সে সেপ্টেম্বরের মধ্যে।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট
- ক্রিকেটার
- বিসিসিআই
- ওডিআই বিশ্বকাপ
- এশিয়া কাপ
- ক্রিকেট বিশ্বকাপ ২০২৩