খেলাধুলা

ODI World Cup 2023 Tickets | ৭ দফায় শুরু বিশ্বকাপের টিকিট বিক্রি! করতে পারবেন অগ্রিম রেজিস্ট্রেশনও!

ODI World Cup 2023 Tickets | ৭ দফায় শুরু বিশ্বকাপের টিকিট বিক্রি! করতে পারবেন অগ্রিম রেজিস্ট্রেশনও!
Key Highlights

আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর টিকিট বিক্রি নিয়ে বেনজির সিদ্ধান্ত। কালোবাজারি রুখতে গ্রূপ পর্বে টিকিট বিক্রি। থাকবে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও। পাশাপাশি বদলে গিয়েছে একাধিক ম্যাচের দিনক্ষণ।

আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ (ICC ODI World Cup 2023) এর ঘোষণা হতেই বেশ উচ্ছাস ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবার ক্রিকেট মহারণ ভারতের (India) মাটিতে আয়োজিত হওয়ার কারণেই হয়তো অন্যান্যবারের থেকে বেশি অপেক্ষায় দেশের ক্রিকেট প্রেমীরা। সকলেই অপেক্ষায় কবে শুরু হবে টিকিট বিক্রি। এবার এই বিষয়েই বেনজির সিদ্ধান্ত নিল আইসিসি (ICC)।

২০২৩ এর ওয়ান ডে বিশ্বকাপের টিকিট (ICC ODI World Cup 2023 Tickets) বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা সাত দফায় টিকিট বিক্রি করবে বলে ঘোষণা করেছে। যার মধ্যে গ্রুপ পর্বে ভারতের ৯টি ম্যাচের টিকিট বিক্রি হবে ৫ দফায়। জানা গিয়েছে, আগামী ২৫ সে অগাস্ট থেকে অনলাইন মাধ্যমে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।

কিন্তু কেন গ্রূপ পর্বে টিকিট বিক্রির সিদ্ধান্ত? । But Why The Decision To Sell ODI World Cup 2023 Tickets in Group Phase?

গ্রূপ পর্বে দফায় দফায় ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত মূলত টিকিটের কালোবাজারি রুখতেই নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আইসিসি-র এক কর্তা জানান, ক্রিকেট মহারণের টিকিট নিয়ে কালোবাজারি রুখতে সাত দিন দফায় দফায় টিকিট বিক্রি করার কথা ঘোষণা করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, টিকিট বিক্রি শুরু হলে অসৎ মতলবে কেউ বা অনেকে টিকিট নিয়ে কালোবাজারি শুরু দেন। যার ফলেই গ্রূপ পর্বে টিকিট বিক্রির সিদ্ধান্ত।সূত্রের খবর, এই সাতদিন কোন কোন ম্যাচের টিকিট পাওয়া যাবে, সেটা নির্ধারণ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে। জানা গিয়েছে, ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ রয়েছে, ৫ দিনে তা বিক্রি করা হবে। ভারত ছাড়া অন্যান্য দেশের ওয়ার্ম আপ ম্যাচ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে একদিনে। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রির জন্য নির্ধারিত হয়েছে একদিন। কবে কোন ম্যাচের টিকিট বিক্রি হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।

নির্দিষ্ট একদিন সব ম্যাচের টিকিট বিক্রি শুরু হলে অসৎ মতলবে কেউ বা কারা প্রচুর টিকিট কিনে রেখে দিতে পারে। পরে তা বিক্রি করতে পারে চড়া দামে। এতে সাধারণ মানুষ বঞ্চিত হন। সেটা আটকাতেই সাত দফায় টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

আইসিসি-র এক কর্তা

আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর টিকিট কীভাবে কিনবেন? । How to Buy ICC ODI World Cup 2023 tickets?

আইসিসি সূত্রে খবর, ২৫সে অগাস্ট ভারত ছাড়া বাকি সব দলের ওয়ার্ম আপ ম্যাচের টিকিট বিক্রি হবে। তবে টিকিট রেজিস্ট্রেশন করে রাখার ব্যবস্থা শুরু হবে তার আগেই। জানা গিয়েছে, ১৫ই অগাস্ট থেকে অনলাইনে টিকিট রেজিস্ট্রেশন শুরু হবে। ক্রিকেটপ্রেমীরা যে ম্যাচের টিকিট কাটতে চান, অনলাইনে সেটির রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারবেন। এরপর নির্ধারিত টিকিট বিক্রির সময় নোটিফিকেশন পাবেন রেজিস্ট্রেশন করিয়ে রাখা দর্শক। ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর টিকিট রেজিস্ট্রেশন করে রাখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://www.cricketworldcup.com/register

কবে কোন ম্যাচের টিকিট পাওয়া যাবে? । When Will Tickets be Available for Which Match?

২৫সে অগাস্ট ভারত ছাড়া বাকি সব দলের ওয়ার্ম আপ ম্যাচের টিকিট বিক্রি হবে বলে জানিয়েছে আইসিসি। সেদিনই বিশ্বকাপের মূল পর্বে ভারত ছাড়া অন্যান্য সব দেশের ম্যাচের টিকিটও বিক্রি হবে। গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের ওয়ার্ম আপ ম্যাচের টিকিট বিক্রি হবে ৩০সে অগাস্ট। অন্যদিকে, ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia), ভারত-আফগানিস্তান (India vs Afghanistan) ও ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) ম্যাচের টিকিট বিক্রি হবে ৩১ সে অগাস্ট। ভারত বনাম নিউজ়িল্যান্ড (India vs New Zealand), ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ও ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ম্যাচের টিকিট বিক্রি হবে ১লা সেপ্টেম্বর। ইডেনে (Eden) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচের টিকিট বিক্রি হবে ২রা সেপ্টেম্বর। ওই একদিনই বেঙ্গালুরুতে (Bengaluru) ভারত বনাম নেদারল্যান্ডস (India vs Netherlands) ম্যাচের টিকিট বিক্রি হবে এবং সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি হবে ১৫সে সেপ্টেম্বর। তবে, আইসিসি আগেই জানিয়েছিল, অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনলেও তার ছাপা টিকিট সংগ্রহ করতে হবে দর্শককে, তবেই মাঠে ম্যাচ দেখতে ঢুকতে পারবেন তিনি। পাশাপাশি, বিভিন্ন কেন্দ্রে টিকিটের দামও আলাদা হবে বলেই জানা গিয়েছে। অর্থাৎ, মুম্বই বা চেন্নাইয়ে টিকিটের দাম যা থাকবে, কলকাতায় টিকিটের দাম এক হবে না।

  • ২৫ সে অগাস্ট থেকে ভারত ছাড়া অন্য দলগুলির প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।
  • ৩০ সে অগাস্ট থেকে গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রি হবে।
  • ৩১সে অগাস্ট চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের যে ম্যাচগুলি রয়েছে তার টিকিট বিক্রি হবে।
  • ১ লা সেপ্টেম্বর ভারতের যে ম্যাচ ধরমশালা, লখনউ এবং মুম্বইয়ে রয়েছে তার টিকিট বিক্রি হবে।
  • ২রা সেপ্টেম্বর বেঙ্গালুরু এবং কলকাতায় ভারতের যে ম্যাচ রয়েছে, তার টিকিট বিক্রি হবে।
  • ৩রা সেপ্টেম্বর আহমেদাবাদে যে ভারত-পাকিস্তান ম্যাচ, তার টিকিট বিক্রি হবে।
  • ১৫ই সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে।

প্রসঙ্গত, বদল এসেছে ২০২৩ বিশ্বকাপের সূচিতে। আইসিসি (ICC) ও বিসিসআই (BCCI) জানিয়েছে, মোট ৯টি ম্যাচের দিন-ক্ষণ বদল করা হয়েছে। বদল হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচের দিনও। পাশাপাশি বদলেছে পাকিস্তানের (Pakistan) মোট তিনটে ম্যাচও। ভারতের দুটি ম্যাচের সঙ্গে ইডেনের একটি ম্যাচের দিন বদল হয়েছে। দেখে নিন কবে কোনদিন বদলেছে কোন ম্যাচ।

  • ইংল্যান্ড বনাম বাংলাদেশ- ১০ অক্টোবর, সকাল সাড়ে ১০টা
  • পাকিস্তান বনাম শ্রীলঙ্কা – ১০ অক্টোবর, দুপুর ২টো
  • অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা – ১২ অক্টোবর দুপুর ২টো
  • নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ – ১৩ অক্টোবর দুপুর ২টো
  • ভারত বনাম পাকিস্তান -১৪ অক্টোবর দুপুর ২টো
  • ইংল্যান্ড বনাম আফগানিস্তান – ১৫ অক্টোবর দুপুর ২টো
  • অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ – ১১ নভেম্বর – সকাল সাড়ে ১০টা
  • ইংল্যান্ড বনাম পাকিস্তান – ১১ নভেম্বর – দুপুর ২টো
  • ভারত বনাম নেদারল্যান্ডস – ১২ নভেম্বর – দুপুর ২টো

আগে ঘোষণা করা হয়েছিল ১৫ই অক্টোবর হবে ভারত-পাকিস্তান ক্রিকেট মহাযজ্ঞ। তবে সেদিন থেকেই নবরাত্রি শুরু হবে। তাই এমন হাইভোল্টেজ ম্যাচের দিন বদলের দাবি আগের থেকেই উঠেছিল। সেই দাবি মেনেই বদল করা হয়েছে এই ম্যাচ। অন্যদিকে, ১২ই নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান (England vs Pakistan) ম্যাচ হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু সেদিন কালীপুজো হওয়ায় মিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিলো। ফলে সেই ম্যাচের দিনক্ষণও বদল করে দেওয়া হয়।


Virat Kohli | 'কিং' ইজ ব্যাক! ৩০তম টেস্ট সেঞ্চুরি করে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন বিরাট কোহলি
আজকের সেরা খবর | পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি! বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে!
Ishwar Chandra Vidyasagar Biography | বাংলার সমাজ-শিক্ষার বিকাশের প্রাণপুরুষ বিদ্যাসাগর! ২০৩তম জন্মবার্ষিকীতে পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী!
Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
Biography of Sri Aurobindo Ghose | কর্মযোগী ~ঋষি অরবিন্দ ঘোষ