জেলা

হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ রুপোর গয়না সহ নগদ ৩৩ লাখ টাকা

হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ রুপোর গয়না সহ নগদ ৩৩ লাখ টাকা
Key Highlights

হাওড়া স্টেশন থেকে আবারও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হল। কী কী উদ্ধার করা হয়েছে তা বিস্তারিত জানুন

ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। তবে এবার কেবল নগদ টাকা নয়, প্রচুর পরিমাণে রুপোর গয়নাও উদ্ধার হয়েছে। হাওড়া স্টেশনে পার্সেল অফিসের কাছে পড়ে থাকা ৩টি ব্যাগ থেকেই বিপুল পরিমাণ নগদ টাকা ও রুপোর গয়না উদ্ধার করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনায় হাওড়া স্টেশনে চাঞ্চল্য ছড়িয়েছে। এই নগদ টাকা ও গয়নার সঙ্গে হাওয়ালা-যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল পুলিশ।

ব্যাঙ্কে গচ্ছিত ২০০ কোটিরও বেশি! হাওড়ার পাণ্ডে ব্রাদার্সের টাকার উৎস খুঁজছে পুলিশ


রেল পুলিশ সূত্রে জানা দিয়েছে, এদিন সকাল RPF অফিসারের কাছে গোপন সূত্রে খবর আসে, পার্সেল অফিসের কাছে তিনটি জুটের ব্যাগ পড়ে আছে। সেগুলি পূর্বা এক্সপ্রেস দিল্লিতে (Delhi) নিয়ে যাওয়ার জন্য বুকিং করা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান RPF জওয়ানরা। তারপর তাঁরা ওই ব্যাগগুলি অফিসে নিয়ে খুলতেই বেরিয়ে আসে লাখ-লাখ টাকা এবং রুপোর গয়না। তারপর RPF-এর তরফে ওই ব্যাগগুলির দাবিদারের খোঁজ করলেও হদিশ মেলেনি।

হাওড়া স্টেশনে RPF-এর এক আধিকারিক জানান, ৩টি জুটের ব্যাগ থেকে নগদ ৩৩ লাখ ২২ হাজার টাকা (Cash) এবং প্রায় ৪৫ কেজি রুপোর গয়না (Silver Jewellery) হয়েছে। সবমিলিয়ে, ৫৮ লাখ ৪৩ হাজার ৫৮৪ টাকার জিনিস উদ্ধার হয়। তারপর নগদ টাকা ও গয়না সবটাই RPF-এর পক্ষ থেকে সব রাজ্য সরকারের ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের হাতে তুলে দেওয়া হয়। তবে এই সমস্ত টাকার উৎস এখনও জানা যায়নি।