খেলাধুলা

স্বপ্নের দৌড়ে ঘটলো সমাপ্তি, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল এইচ এস প্রণয়

স্বপ্নের দৌড়ে ঘটলো সমাপ্তি, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল এইচ এস প্রণয়
Key Highlights

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শেষ আট থেকে ছিটকে গেলেন সাড়া জাগানো ভারতীয় সাটলার এইচ এস প্রণয়। চিনের প্রতিযোগীর কাছে পরাজিত হয়ে বিদায় নিলেন প্রণয়।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারতের চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি জুটি। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর এবার পদক নিশ্চিত বিশ্ব ব্যাডমিন্টনে। এর আগে কখনও বিশ্ব ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলসে ভারত পদক জিততে পারেনি।

চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের ব্যর্থতা

চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডির জুটি ডবলসে পদক নিশ্চিত করলেও এ বারের বিশ্ব চ্যাম্পিনশিপে ভারতের ব্যর্থতার পরিসংখ্যান অনেক বেশি। সাইনা নেহওয়াল, কিদাম্বী শ্রীকান্ত, এইচ এস প্রণয়, লক্ষ্য সেনের মতো তারকারা যে ভাবে একের পর এক ছিটকে গিয়েছেন তা হতাশ করতে বাধ্য ভারতের ক্রীড়াপ্রেমীদের। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের ম্যাচে চোটের কারণে এ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেননি পিভি সিন্ধু।

৩০ বছর বয়সী প্রণয় প্রতিযোগীতার নবম বাছাই লক্ষ্য সেনকে ১৭-২১, ২১-১৬ এবং ২১-১৭ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা করে নেন। বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেন্টো মোমোতাকে স্ট্রেট গেমে পরাজিত করার পরের দিনই তিনি পরাজিত করেন সেনকে। জাপানের ফেভারিট ছিলেন তিনি। মোমোতাকে তিনি পরাজিত করেন ২১-১৭, ২১-১৬ ব্যবধানে। প্রথম রাউন্ডের ম্যাচে অস্ট্রিয়ার লুকা র্যাবারকে তিনি পরাজিত করেন ২১-১১, ২১-১১ ব্যবধানে।

শুক্রবার টোকিওয়ে চিনের প্রতিযোগী জুন পেং ঝাওয়ের বিরুদ্ধে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন এইচ এস প্রণয়। ভাল শুরু করেও চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় তুলে আনতে ব্যর্থ হন তরুণ প্রতিভাবান সাটলার। প্রথম গেমে ঝাও'কে হারিয়ে পাওয়া অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেননি প্রণয়। পরবর্তী দুই গেমে হেরে জাপান থেকে ভারতে আসার টিকিট কনফার্ম করে ফেলেন তিনি। প্রণেয়র বিরুদ্ধে খেলার ফল ছিল ২১-১৯, ৬-২১ এবং ১৮-২১।


Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন! আতঙ্কে রোগী ও রোগীর পরিজনরা
IPL Auction 2025 । শেষ হলো আইপিএল মেগা নিলাম ২০২৫ এর প্রথম দিনের দরদাম , KKR সন্তুষ্ট ৫ ক্রিকেটারে
Uttar Pradesh । উত্তরপ্রদেশের সম্ভলে মন্দির মসজিদ বিবাদ, সার্ভে করতে গিয়ে আক্রান্ত ৩০ জন পুলিশ, নিহত ৩
Mohun Bagan vs Jamshedpur FC । ড্র থেকে কামব্যাক সবুজ মেরুনের, জামশেদপুরের বিরুদ্ধে ৩:০ ব্যবধানে জয় পেল মোহনবাগান
India vs Australia । "বুমরাহর বুমেরাং " ! পার্থে প্রথম টেস্টে টানটান উত্তেজনা, বুমরাহ ম্যাজিকে দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার
আজকের সেরা খবর | পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি! বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar