থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে বিশেষ প্রচারে নামলেন মহিলারা

Sunday, October 16 2022, 3:49 pm
highlightKey Highlights

সামাজিক সচেতনতাই পারে থ্যালাসেমিয়ামুক্ত সমাজ গড়তে। বিয়ের আগে পাত্র-পাত্রীর থ্যালাসেমিয়া পরীক্ষা আবশ্যিক প্রয়োজন। এই বার্তা নিয়েই সচেতনতার প্রচারে নামলেন মহিলারা।


শ্যামপুরের মণিরামপুর গ্রামে বাড়ি বাড়ি ঘুরে এই সচেতনতার বার্তা দিলেন রক্তকরবী একটি সংগঠনের সদস্যারা।

কলেজ পড়ুয়া থেকে গৃহবধূ সকলেই সামিল হয়েছিলেন এই কর্মসূচিতে। গ্রামের মা-বোনেদের বিয়ের আগে পাত্র-পাত্রীর থ্যালাসেমিয়া পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথা সবিস্তারে বুঝিয়ে বাসন্তী বেরারা। রক্তকরবীর সম্পাদক শাশ্বত পাড়ুই জানান, সামাজিক সচেতনতাই পারে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে। সেই লক্ষ্যেই আমাদের এই লড়াই। আগামী দিনে গ্রামীণ হাওড়ার বিভিন্ন গ্রামে এই প্রচারাভিযানকে ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান।

তিনি আরও জানান, কেভিডকালে আমরা মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে ও রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে ব্লাড ডোনার হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপই রক্তকরবী নামক সংগঠন হিসাবে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। এবার তাদের উদ্যোগেই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন মহিলারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File