LIC Payment: এখন থেকে UPI-এর মাধ্যমেই LIC পলিসি পেমেন্ট সম্ভব!

Thursday, July 7 2022, 12:38 pm
highlightKey Highlights

অনলাইনে LIC-র নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়াও বর্তমানে বিভিন্ন UPI অ্যাপের মাধ্যমে LIC প্রিমিয়াম দেওয়া সম্ভব। Gpay, Paytm বা PhonePe-র মাধ্যমে LIC প্রিমিয়াম দেওয়া সম্ভব।


এলআইসি (Life Insurance Corporation of India) থেকে চাকুরীজীবী হোক বা ব্যবসায়ী, নিজের এবং পরিজনদের জন্য প্রত্যেকেই কোনও না কোনও পলিসি করেন। কিন্তু শুধু তো পলিসি করলেই হবে না সঠিক সময়ে প্রিমিয়ামের জন্য প্রয়োজনীয় অর্থ জমা করতে হবে।

এলআইসি পলিসির প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত দিকে অনেক পরিবর্তন হয়েছে। আগে কোনও প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে কোনও এজেন্ট বা সরাসরি এলআইসি অফিসে গিয়ে প্রিমিয়াম দিতে হত। এখনও সেই প্রক্রিয়া থাকলেও প্রযুক্তিগত দিকে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। কারণ আগে অনলাইনে প্রিমিয়াম দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমানে অনলাইনে যে কোনও পলিসির প্রিমিয়াম দেওয়া সম্ভব।

Trending Updates

এলআইসি-র নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়াও বর্তমানে বিভিন্ন ইউপিআই (UPI) অ্যাপের মাধ্যমে এলআইসি প্রিমিয়াম দেওয়া সম্ভব। Gpay, Paytm বা PhonePe-র মাধ্যমে LIC প্রিমিয়াম দেওয়া সম্ভব। 

কীভাবে LIC-প্রিমিয়াম UPI অ্যাপের মাধ্যমে দেবেন | How to pay LIC Premium through UPI ? 

How to use Gpay for LIC Premium payment?

  • প্রথমে নিজের ফোন থেকে Google Pay অ্যাপ চালু করুন।
  • এরপর সেখানে রয়েছে Bill সেকশনে ক্লিক করুন।
  • ওই অপশনে রয়েছে Insurance ফিচার। মূলত Finance & tax অপশনের মধ্যেই এই ফিচার পাওয়া যাবে।
  • সেখানে LIC অপশনে ক্লিক করুন।
  • এরপর একটি উইন্ডো ওপেন হবে। সেখানে Policy Number, Email id দিতে হবে। এরসঙ্গে Nickname দিতে হলেও সেটা পুরোপুরি অপশনাল। ইচ্ছা হলে নিকনেম নাও দিতে পারেন। এবং একদম নীচে থাকা Link Account অপশনে ক্লিক করুন।
  • লিঙ্ক হওয়ার পর নিজের Gpay-র সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নির্দিষ্ট LIC পলিসি অ্যাকাউন্টে জমা পড়বে।

How to use PhonePe for LIC Premium payment?

  • PhonePe ওপেন করুন।
  • ট্যাপ করুন Finances And Taxes অপশন। 
  •  তারপর ক্লিক করুন LIC/insurance-এ।
  • যে উইন্ডো ওপেন হবে সেখানে পলিসি নম্বর দিয়ে কনফার্ম করতে হবে।
  • পরের উইন্ডোতে Pay Bill অপশন দেখা যাবে। সম্পন্ন হবে আপনার বিল পেমেন্ট।

এবার আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা নয়, ঘরে বসে ডিজিটালই পেমেন্ট করুন। তবে আপনার ওটিপি, পাসওয়ার্ড, পিন কারোর সাথে শেয়ার করবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File