Digital Ration Card | পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে ডিজিটাল রেশন কার্ড! কীভাবে করবেন ই-রেশন কার্ডের জন্য আবেদন?

Tuesday, March 26 2024, 12:55 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের ডিজিটাল পদ্ধতিতে রেশন কার্ড দেওয়া হবে। ই-রেশন কার্ডের মাধ্যমে নাগরিকরা বেশি সুবিধা পাবেন, কারণ অনেক জায়গায় পুরনো কাগজের রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না।


ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি হলো রেশন কার্ড। বেশ কিছু সময় ধরেই রেশন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা হয়ে উঠছে। এটি একটি প্রমাণপত্র যা একজন ব্যক্তির সামাজিক-অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সরকারীভাবে প্রদান করা হয়। রেশন কার্ডধারীদের সরকারীভাবে নির্ধারিত হারে খাদ্যশস্য, তেল, লবণ, ডাল, চিনি, ইত্যাদির মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। রেশন কার্ডের জন্য আবেদন করার জন্য আগে বেশ কিছু জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। কিন্তু এখন শুরু হয়ে গেছে রেশন কার্ড ডিজিটাইজেশন (Ration Card Digitization) বা  ডিজিটাল রেশন কার্ডের পরিষেবা। পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের ডিজিটাল পদ্ধতিতে রেশন কার্ড দেওয়া হবে। ফলে রেশন কার্ডের জন্য আর রেশন কার্ড অফিস (ration card office) এ গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। ই-রেশন কার্ডের মাধ্যমে নাগরিকরা বেশি সুবিধা পাবেন, কারণ অনেক জায়গায় পুরনো কাগজের রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না। কীভাবে পাবেন ডিজিটাল রেশন কার্ড?

পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে
পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে

 ডিজিটাল রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

Trending Updates

ডিজিটাল রেশন কার্ডের যোগ্যতার মানদণ্ডনতুন স্কিমের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা চূড়ান্ত করা নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ডগুলি অনুসরণ করতে হবে-

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বৈধ এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।  আবেদনকারীর অবশ্যই রেশন কার্ড থাকতে হবে। নবদম্পতিরাও এই প্রকল্পের অধীনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। রেশন কার্ড ডিজিটাইজেশন (Ration Card Digitization) এর জন্য আবেদন করার জন্য বেশকিছু নথি লাগবে। সেগুলি হল বৈধ মোবাইল নম্বরসনাক্তকরণের জন্য আধার কার্ড, শনাক্তকরণের জন্য ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ই-মেল আইডি, পুরনো রেশন কার্ড,বয়সের প্রমাণপত্র।

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড  অফলাইন আবেদন প্রক্রিয়া :

ডিজিটাল রেশন কার্ডের অফলাইন আবেদন প্রক্রিয়া অফলাইন মোডের মাধ্যমে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে, আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা চূড়ান্ত করা নিম্নলিখিত আবেদনের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:-

প্রথমে, এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেশন কার্ডের ফর্ম ডাউনলোড করতে হবে -https://cfw.rabbitloader.xyz/eyJjIjp0cnVlLCJoIjoicG1tb2RpeW9qYW5hLmluIiwidiI6NjA0MjkyMzk0LCJpIjoiYjFkZGQ3NTAtOTJlOS00NTM4LWEyMzYtY2QxOGMzM2Q1ZDAwIn0/wp-content/uploads/2021/05/WEST-BENGAL-RATION-CARD.png

নন-সাবসিডি রেশন কার্ডের জন্য এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেশন কার্ডের ফর্ম ডাউনলোড করতে হবে https://cfw.rabbitloader.xyz/eyJjIjp0cnVlLCJoIjoicG1tb2RpeW9qYW5hLmluIiwidiI6NjA0MjkyMzk0LCJpIjoiNjgzMmRlNWQtZWNhNC00ZDNiLTRiNWEtMGIxN2I5ZWE2NjAwIn0/wp-content/uploads/2021/05/WB-Ration-Card.png

ফর্মটি ডাউনলোড করার পরে, প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করতে হবে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করতে হবে এবং তা রেশন কার্ড অফিস (ration card office) বা  সংশ্লিষ্ট রেশনিং অফিসারের অফিসে জমা দিতে হবে।

ই-রেশন কার্ডের মাধ্যমে নাগরিকরা বেশি সুবিধা পাবেন
ই-রেশন কার্ডের মাধ্যমে নাগরিকরা বেশি সুবিধা পাবেন

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড  অনলাইন আবেদন প্রক্রিয়া :

  • প্রথমে এখানে প্রদত্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://wbpds.gov.in/
  • হোমপেজে, “Click here to apply” ক্লিক করতে হবে
  • মোবাইল নম্বর লিখতে হবে‘GET OTP’ অপশনে ক্লিক করতে হবে
  • ‘OTP’ লিখে নম্বরটি যাচাই করতে ‘VALIDATE’ ট্যাবে ক্লিক করতে হবে
  • আবেদনপত্র পূরণ করতে হবে
  • অবশেষে, ‘SUBMIT’ বাটনে ক্লিক করতে হবে।
অনেক জায়গায় পুরনো কাগজের রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না
অনেক জায়গায় পুরনো কাগজের রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না

সম্প্রতি পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের ডিজিটাল পদ্ধতিতে রেশন কার্ড দেওয়া হবে। নাগরিকরা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড (digital ration card download) করতে পারবেন। এর মাধ্যমে, নাগরিকরা অনেক সুবিধা পাবেন, কারণ অনেক জায়গায় পুরনো কাগজের রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না আর। ফলে ডিজিটাল রেশন কার্ডের জন্য আগেভাগেই আবেদন করুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File