Aadhaar card: সহজ উপায়ে বাড়ি বসেই আধার কার্ডের ছবি পরিবর্তন করুন

Thursday, July 14 2022, 9:57 am
highlightKey Highlights

আপনার আধার কার্ডের ছবিতে যদি সন্তুষ্ট না থাকেন তাহলে খুব সহজেই তা বদলে নেওয়া সম্ভব। কীভাবে বদলাবেন? জেনে নিন সহজ উপায়...


২০১০ সালের সেপ্টেম্বর মাস থেকে দেশজুড়ে প্রথম আঁধার নম্বর তৈরী হয়। ফলে, যাঁদের বয়স অনেকটাই বেশি তাঁদের মধ্যে অনেকেই আধার কার্ড তৈরি করেছেন প্রায় বেশকিছু বছর আগে। ফলে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে। ফলে অনেকের মুখের ছবি বদলেছে। অনেকেরই বর্তমান মুখের আদলের সঙ্গে আধার কার্ডের ছবি মেলে না। অনেকের আবার আধার কার্ডের ছবি অস্পষ্ট হয়ে যায়। সেকারণে নির্দিষ্ট সময় অন্তর আধার কার্ডের ছবি পরিবর্তন করা জরুরি।

আধার কার্ডে নিজের ছবি নিয়ে অনেকের মনেই অসন্তোষ থাকে। তবে এনিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। কারণ খুব সহজেই আপনি নিজের আধার কার্ডের ছবি বদল করতে পারবেন। এই জন্য প্রয়োজন নেই কোনও নথির। শুধুমাত্র ছবি তোলার জন্য একবার আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। তাহলেই বদল করা যাবে আপনার আধার কার্ডের ছবি।

পাশাপাশি আপনি চাইলে আঞ্চলিক ভাষায় নিজের আধার কার্ড রূপান্তরিত করতে পারবেন। বাংলা সহ যে কোনও আঞ্চলিক ভাষায় আপনি আপনার আধার কার্ডের ভাষা পরিবর্তন করতে পারবেন এবং এই সুযোগ দিয়েছে UIDAI। বাংলা ছাড়াও অসমীয়া, উর্দু, তেলেগু, হিন্দি, পাঞ্জাবি, তামিল, ইংরেজি, গুজরাটি, ওড়িয়া, কন্নড়, মালায়ালম এবং মারাঠি ভাষায় আধার কার্ডের ভাষা পরিবর্তন করতে পারবেন।

ভারত সরকারের 'ডিজিটাল ইন্ডিয়া' প্রকল্প অনুযায়ী আধার কার্ডের ছবি পরিবর্তনের আবেদন অনলাইনেই করতে পারবেন। সেক্ষেত্রে কয়েকটি সাধারণ নিয়ম মানলেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

কীভাবে অনলাইনে আধার কার্ডের ছবি বদল করবেন-

  • আবেদনকারীকে প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
  • এরপর Aadhaar এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করতে হবে। UIDAI পোর্টাল থেকে ওই ফর্ম ডাউনলোড করা সম্ভব।
  • ওই ফর্মে একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে। যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তবে সব অপশন ফিল আপ করার দরকার নেই। যে যে বিষয়গুলি প্রয়োজন শুধুমাত্র সেগুলি দিয়েই ফিল আপ করলেই হবে। অর্থাৎ ছবি পরিবর্তনের জন্য যে গুলি প্রয়োজন সেগুলি দিলেই হবে।
  • এরপর ওই ফর্মটি স্থানীয় আধার এনরোলমেন্ট সেন্টারে জমা করুন। প্রয়োজনে স্থানীয় কোনও অস্থায়ী আধার ক্যাম্পেও জমা করতে পারেন।
  • আধার এনরোলমেন্ট সেন্টারের প্রতিনিধিরা ওই ফর্ম খতিয়ে দেখবেন এবং আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশন করবেন। বায়োমেট্রিক ভেরিফিকেশন সঠিকভাবে সম্পন্ন হলে এনরোলমেন্ট সেন্টারে থাকা প্রতিনিধি আপনার নতুন ছবি তুলবে।
  • ছবি আপলোডের জন্য পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে 25 টাকা জমা করতে হবে। এবং PVC আধার কার্ড নিতে চাইলে 50 টাকা অতিরিক্ত খরচ করতে হবে। বাড়িতেই ডাক পোস্টের মাধ্যমে PVC কার্ড পৌছে দেওয়া হবে।



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File