Key Highlights
১৮ই জুলাই থেকে গোটা দেশজুড়ে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স-তে আসছে বড়সড় পরিবর্তন। একাধিক জিনিসে চাপছে GST, কিছু সামগ্রীর উপরেও কমানো হয়েছে GST।
আগামী সপ্তাহের শুরু অর্থাৎ ১৮ই জুলাই (সোমবার) থেকেই গোটা দেশজুড়ে GST-তে আসতে চলেছে একটি বড়সড় পরিবর্তন। একাধিক জিনিসের দাম বাড়তে চলেছে। সেই তালিকায় রয়েছে লেবেলযুক্ত নানা প্যাকেটজাত খাবারও। পাশাপাশি দাম বাড়ছে অ্যাটলেস সহ মানচিত্রেরও। তবে সব দৃশ্যটা খারাপ নয়। GST পরিবর্তনে দাম বাড়ার পাশাপাশি কিছু পরিষেবা ও জিনিসের দামও কমতে চলেছে।
দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম কমতে চলেছে?
- রোপওয়ে দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন সস্তা হবে। কারণ এর উপর প্রদত্ত জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
- স্প্লিন্ট এবং অন্যান্য ফ্র্যাকচার ডিভাইস, বডি প্রস্থেসিস, বডি ইমপ্লান্ট, ইন্ট্রা-অকুলার লেন্সের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।
- জ্বালানি খরচ থেকে মালবাহী অপারেটরদের ভাড়ার উপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হচ্ছে।
- প্রতিরক্ষা বাহিনীর জন্য আমদানি করা বেশ কিছু দ্রব্যের উপর ১৮ই জুলাইয়ের পর থেকে আর আই-জিএসটি প্রযোজ্য হবে না।
দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে?
- প্যাকেটজাত দুধ, লস্যি, মাখনে বসবে ৫ শতাংশ জিএসটি। আগে এই পণ্যগুলি জিএসটি-এর আওতা থেকে বাইরে ছিল।
- জিএসটি চালু হলে ব্যাঙ্কের করা ইস্যু চেকের উপর ১৮ শতাংশ জিএসটি বসতে চলেছে।
- লেবেলযুক্ত প্যাকেটজাত যে কোনও খাবারে বসছে জিএসটি।
- প্যাকেটজাত দুধ, লস্যি, মাখনে বসবে ৫ শতাংশ জিএসটি। আগে এই পণ্যগুলি জিএসটি-এর আওতা থেকে বাইরে ছিল।
- জিএসটি চালু হলে ব্যাঙ্কের করা ইস্যু চেকের উপর ১৮ শতাংশ জিএসটি বসতে চলেছে।
- লেবেলযুক্ত প্যাকেটজাত যে কোনও খাবারে বসছে জিএসটি।
- জিএসটি বেশি বসছে LED লাইট ও ল্যাম্পগুলিতে। আগে এই জিনিসগুলিতে ১২ শতাংশ জিএসটি ছিল, তা বর্তমানে এসে দাঁড়িয়েছে ১৮ শতাংশ। ফলে লাইট কিনতেও অনেক বেশি টাকা খরচ হবে আমজনতার।
- Related topics -
- দেশ
- অর্থনৈতিক
- জিএসটি
- নির্মলা সীতারামন
- ভারতীয় অর্থমন্ত্রী