Online booking: অনলাইনেই সরকারি হাসপাতালের OPD টিকিট বুকিং করুন
Key Highlightsআর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা নয়। প্রযুক্তির উন্নতিতে এখন বাড়ি বসেই বুকিং করতে পারবেন চিকিৎসকের অ্যাপোয়েনমেন্ট।
আমাদের শরীরে কোনও শারীরিক সমস্যা দেখা দিলে সময় নষ্ট না করে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বেসরকারি হাসপাতালের বা ক্লিনিকের পাশাপাশি সরকারি হাসপাতালেও রোজ নামকরা চিকিৎকরা রোগী দেখেন। ফলে একদম কম খরচে সেখানে রোগীর চিকিৎসা করাতে পারেন।
বেশ কয়েক বছর আগে পর্যন্ত পরিস্থিতি ছিল সম্পূর্ণ আালাদা। কারণ সেক্ষেত্রে সরকারি হাসপাতালের আউটডোরে চিকিৎসা করানোর জন্য দীর্ঘক্ষণ আগে থেকে লাইন দিতে হত এবং নির্দিষ্ট সময়ে টিকিট কেটে তবেই চিকিৎসা করানো সম্ভব। প্রযুক্তির উন্নতিতে এখন বাড়ি বসেই বুকিং করতে পারবেন চিকিৎসকের অ্যাপোয়েনমেন্ট। কম্পিউটার বা নিজের মোবাইল থেকে আউটডোরে অ্যাপোয়েন্টমেন্ট বুক করতে পারবেন। জানুন পুরো প্রক্রিয়া-
- গুগল সার্চ বারে গিয়ে লিখুন https://onlinehmis.wbhealth.gov.in/Login.aspx
- সেখানে রোগী বা তাঁর পরিজনের কোনও একজনের ফোন নম্বর দিতে হবে।
- ফোন নম্বর দেওয়ার পর তা ভেরিফাই হবে। এবং নির্দিষ্ট নম্বরের ফোনে পৌঁছবে একটি OTP।
- সাবমিট করার পর ওই OTP দেওয়ার জন্য একটি আলাদা Window খুলবে।
- সেখানে ওই OTP দিয়ে দিন। OTP মিলে যাওয়ার পর একটি ডিজিট্যাল ফর্ম খুলে যাবে। সেখানেই আপনাকে যাবতীয় তথ্য দিতে হবে।

ডিজিটাল ফর্ম ফিলআপ করতে আপনাকে কী কী তথ্য দিতে হবে?
- রোগীর নাম
- কোন হাসপাতালে চিকিৎসা করাতে চাইছেন সেই হাসপাতালের নাম সিলেক্ট করতে হবে।
- রোগীর বাড়ির ঠিকানা।
- কোন দিন চিকিৎসকের পরামর্শ করাবেন
- কী শারীরিক সমস্যা রয়েছে
- কোন ডাক্তারের পরামর্শ চাইছেন।
- সব তথ্য দেওয়ার পর একদম নীচে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন।
সাবমিট করার পর একটি ফর্ম তৈরি হবে এবং সেটি প্রিন্ট করাতে হবে। এরপর নির্দিষ্ট দিনেই নির্দিষ্ট হাসপাতালের ঘরে পৌঁছে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। এই সহজ পদ্ধতিতে সরকারি হাসপাতালের আউটডোরে (OPD ) চিকিৎসার জন্য টিকিট বুক করতে পারবেন।
- Related topics -
- স্বাস্থ্য
- লাইফস্টাইল
- ডিজিটাল ইন্ডিয়া
- ইন্টারনেট








