মীন ( Pisces) রাশির জাতক- জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Friday, March 4 2022, 4:32 pm
মীন ( Pisces) রাশির জাতক- জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
highlightKey Highlights

আপনার কী মীন রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


মীন(Pisces) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি 

Pisces (Feb. 19 to March 20)

আজ আপনার শরীরে কোনও কষ্ট বৃদ্ধি পেতে পারে।

দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

দাম্পত্য জীবনে একে অপরের পাশে থেকে সব সমস্যার সমাধান করতে পারবেন।

অর্থ :

আর্থিক ব্যাপারে আজ কোনও সুবিধা পেতে পারেন।

শুভ সংখ্যা :

৫৩

শুভ রং :

লাল

শুভ দিক :

পশ্চিম

শুভ রত্ন :

গোমেদ

মীন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

 এই রাশির জাতক জাতিকারা উদার, পরোপকারী ও সৎ হয়। স্বভাবে এরা নম্র, ন্যায়পরায়ণ ও ধার্মিক। এদের প্রতিভা যথেষ্ট থাকে কিন্তু মানসিক অস্থিরতার জন্য তা ঠিকমতো বিকশিত হতে পারে না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনে অনেক বার বিপদে পড়তে হয়। এরা সাধারণত চিন্তাশীল ও খুব বিচক্ষণ হয়ে থাকে।

বক্তব্য :

আপনি চাকুরীজীবি হলে উর্ধ্বতন ও অধস্তন আধিকারিকদের কাছ থেকে হাত বাড়িয়ে না দেওয়ায় আপনি বিরক্ত হবেন। আপনি চাকুরীজীবি হলে ঊর্ধ্বতন ও অধস্তন আধিকারিকদের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File