সিংহ ( Leo) রাশির জাতক, জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Tuesday, February 22 2022, 2:58 pm
highlightKey Highlights

আপনার কী সিংহ রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


সিংহ (Leo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

Leo (July 23-Aug. 22)

স্বাস্থ্য :
Trending Updates

আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, বিপদের আশঙ্কা আছে।

দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

প্রেমে প্রতারিত হওয়ার যোগ আছে। দাম্পত্য জীবন সুখের হবে। 

শুভ সংখ্যা :

৭৩

শুভ রং :

কমলা

শুভ দিক :

পূর্ব

শুভ রত্ন : 

 রুবি স্টার

সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। মাঝেমধ্যে এরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে।

বক্তব্য :

আজ মানসিক দিক দিয়ে একটু চঞ্চল ভাব থাকতে পারে। সামাজিক কারণে আপনার সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল যোগাযোগ আসবে। গবেষণায় সাফল্য আসতে পারে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File