সিংহ(Leo) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Friday, January 28 2022, 5:34 am
highlightKey Highlights

আপনার কী সিংহ রাশি? তাহলে আজকের দিনটি ( ২৮শে জানুয়ারি, শুক্রবার ) আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


সিংহ (Leo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

স্বাস্থ্য :

অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। শরীরে নানা ধরনের রোগের উপদ্রব বাড়তে পারে।

Trending Updates
দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে তাই সাবধানে থাকুন।

শুভ সংখ্যা :

৪৫

অর্থ :

চিকিৎসার ক্ষেত্রে আজ আপনার খরচ বৃদ্ধি হতে পারে। শরীরে কোনও সমস্যার কারণে বহু অর্থ ব্যয় হতে পারে।

শুভ রং :

কমলা

শুভ দিক :

পূর্ব

শুভ রত্ন : 

 রুবি স্টার

সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। মাঝেমধ্যে এরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। 

বক্তব্য :

অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। আজ আপনার অফিসে উন্নতির যোগ রয়েছে। আজ অনেকেই আপনার কাজের প্রশংসা করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File