বৃষ ( Taurus ) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Tuesday, February 22 2022, 3:07 pm
highlightKey Highlights

আপনার কী বৃষ রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


Taurus (April 20-May 20)

স্বাস্থ্য :  

আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকবে।

Trending Updates
দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে।

শুভ সংখ্যা :

৪৮

অর্থ :

আজ আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন।

শুভ রং :

সাদা

শুভ দিক :

অগ্নিকোণ

শুভ রত্ন :

সাদা প্রবাল

বৃষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

নিজের প্রতিভায় এরা সকলের কাছে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হয়। আত্মীয় স্বজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এদের জীবনে উত্থান পতন খুব কম। এদের চরিত্রের এক বিশেষ ধর্ম হল দীর্ঘসুত্রিতা। এরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, দৃঢ় প্রতিজ্ঞ এবং ধৈর্যশীল হয়ে থাকে। 

বক্তব্য :

আজ আপনার অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়ার বিশেষ প্রয়োজন আছে। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধার আশঙ্কা আছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File