কুম্ভ(Aquarius) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Thursday, January 27 2022, 4:16 pm
highlightKey Highlights

আপনার কী কুম্ভ রাশি? তাহলে আজকের দিনটি ( ২৭শে জানুয়ারি, বৃহস্পতিবার ) আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


কুম্ভ(Aquarius) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

স্বাস্থ্য : 
দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে।

অর্থ :

আর্থিক টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে।  

শুভ সংখ্যা :

৪১

শুভ রং :

মেরুন

শুভ দিক :

দক্ষিণ দিক

শুভ রত্ন :

ইন্দ্রনীলা

কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে রত থাকে এরা। প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। এদের অন্তরে যোগীভাব প্রবল থাকে। এরা সাধারণত ভালো স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। 

বক্তব্য :

বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File