আবহাওয়া

দক্ষিণে বাড়বে অস্বস্তি, উত্তরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে জেনে নিন জেলাগুলির আবহাওয়া

দক্ষিণে বাড়বে অস্বস্তি, উত্তরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে জেনে নিন জেলাগুলির আবহাওয়া
Key Highlights

শুক্রবার রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। গত শনিবার উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ অগাস্ট শনিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রাজ্যের মধ্যে বাঁকুড়া-দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ফের উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 

উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রির মতো কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ অগাস্ট শনিবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।