US Crude Oil | ট্রাম্প মসনদে বসার পরই মার্কিন তেল আমদানি বাড়িয়েছে ভারত, ৬ মাসে বেড়েছে ৫১ শতাংশ!

Sunday, August 3 2025, 5:43 am
highlightKey Highlights

সূত্র মারফত পাওয়া পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় ৫১ শতাংশ বেড়ে গিয়েছে চলতি বছরে মার্কিন তেল আমদানি।


আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকেই মার্কিন তেল আমদানি। পরিসংখ্যান বলছে, চলতি বছরে তেল আমদানি গত বছরের তুলনায় ৫১ শতাংশ বেড়ে গিয়েছে। সরকারি সূত্রে খবর, এবছরের প্রথম ৬ মাসে দিনপ্রতি গড়ে ২.৭১ লক্ষ ব্যারেল আমেরিকান তেল আমদানি করেছে ভারত। গত বছর যার পরিমানটা ছিল দিনপ্রতি গড়ে ১.৮ লক্ষ ব্যারেল। কেবল অশোধিত তেল নয়, আমেরিকা থেকে এলপিজি এবং এলএনজির মতো গ্যাসও প্রচুর পরিমানে কেনা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যে ভারতের রুশ তেল কেনা নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File