WB Weather | বাড়তে চলেছে তাপমাত্রা! রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! বৃষ্টি আসছে কবে?

Friday, June 2 2023, 6:48 pm
highlightKey Highlights

আগামী দিনে বাড়তে চলেছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গ সহ গরম বাড়বে উত্তরবঙ্গেও।


ফের তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal)। আবহাওয়া দফতর সূত্রে খবর, দিন দিন বাড়তে চলেছে তাপমাত্রা। বইতে পারে লু। এই অবস্থায় তীব্র দাবদাহে অসস্তিকর পরিবেশে নাজেহাল বঙ্গবাসী। প্রশ্ন একটাই, কবে হবে বৃষ্টি? কবে কমবে তাপমাত্রার পারদ?

ফের তাপপ্রবাহের সতর্কতা জারি
ফের তাপপ্রবাহের সতর্কতা জারি

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী এক সপ্তাহ ধরে পশ্চিমের জেলায় জেলায় বইবে লু। পাশাপাশি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।

Trending Updates
পশ্চিমের জেলায় জেলায় বইবে লু
পশ্চিমের জেলায় জেলায় বইবে লু

শুক্র ও শনিবার , পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। শনি ও রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি সকাল থেকে থাকলেও বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উপকূলের জেলাগুলিতে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উপকূল সংলগ্ন বাকি জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে
দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে

আগামী বেশ কয়েকদিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও চরমে উঠবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও চরমে উঠবে
জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও চরমে উঠবে

অন্যদিকে, উত্তরবঙ্গেও বাড়তে চলেছে তাপমাত্রা। বর্বগরম ও অস্বস্তি। তাপমাত্রা বাড়বে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পংয়ে (Kalimpong)। তাপপ্রবাহের সর্তকতা রয়েছে উত্তরের জেলা মালদা (Malda) ও উত্তর- দক্ষিণ দিনাজপুরেও (North-South Dinajpur)। জানা গিয়েছে, তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে পাহাড় ঘনিষ্ঠ জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ারেও (Alipurduar)।

বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই
বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই

আলিপুর আবহওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, আগামী কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতায় (Kolkata)। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। বাড়তে পারে তাপমাত্রার পারদ। ফলে এখনই বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলেই জানালেন আবহাওয়াবিদরা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ অর্থাৎ ২রা জুন, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৪৬ থেকে ৮৭ শতাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File