World Records India | বিশ্বের সবচেয়ে লম্বা চুল থেকে ১২৭ ঘণ্টা ধরে নাচ! ২০২৩ সালে গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে কী কী রেকর্ড গড়লো ভারত?
২০২৩ সালে একাধিক বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। যা সম্পর্কে সম্প্রতি গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস তথ্য প্রকাশ করেছে। দেখে নিন ২০২৩ সালে কোন কোন বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। তালিকায় নাম রয়েছে কলকাতার যুবকেরও।
২০২৩ শেষের পথে। এখন কেবল ফিরে দেখা বছরের স্মৃতির দিকে। ২০২৩ সালে ভারত একাধিক নজির গড়েছে। কেড়েছে গোটা বিশ্বের নজর। গড়েছে একাধিক রেকর্ড। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ্য, গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (World Book of Records) এ ভারতের বিশ্ব রেকর্ড (World Records India)। প্রত্যেক বছরের মতো এ বছরেও গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে একাধিক অনন্য রেকর্ড তালিকাভিযুক্ত হয়েছে। যার মধ্যে নজির গড়েছে ভারতও। ২০২৩ বছর শেষে দেখে নেওয়া যাক এই বছর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে কোন কোন রেকর্ড গড়েছে ভারত।
সব থেকে লম্বা চুলের মহিলা:
উত্তর প্রদেশের এক মহিলা পৃথিবীর সবচেয়ে লম্বা চুল (Longest Hair) এর ব্যক্তির রেকর্ড গড়েছেন। কার্যত বাস্তব রুপাঞ্জেলের শিরোপা অধিকারী স্মিতা শ্রীবাস্তব নামক উত্তর প্রদেশের এই মহিলা। জানা গিয়েছে, ১৪ বছর বয়স থেকে তিনি চুল বড় করছেন। বর্তমানে ২০২৩ সালে ৪৬ বছরে এসে তাঁর চুলের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৭ ফিট ৯ ইঞ্চি। যা বিশ্বের দীর্ঘতম চুল (longest hair in the world) এর রেকর্ড।
পুরুষ কিশোরের দীর্ঘতম চুল :
পুরুষ কিশোরের মধ্যে সবচেয়ে লম্বা চুল (Longest Hair)এর রেকর্ডও গড়েছে আরেক ভারতীয়। উত্তরপ্রদেশের ১৫ বছর বয়সী সিদাকদীপ সিং চাহাল পুরুষ কিশোরের মধ্যে সবচেয়ে লম্বা চুলের রেকর্ড অর্জন করেছেন। জানা গিয়েছে, ২০২৩ সালে তার চুলের দৈর্ঘ্যে ৪ ফুট এবং ৯.৫ ইঞ্চি, যা পুরুষ কিশোরদের মধ্যে বিশ্বের দীর্ঘতম চুল (longest hair in the world) এর রেকর্ড। চাহাল জানান, তিনি কোনোদিন চুল কাটেননি এবং চুলের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য চুলের নিয়মিত যত্ন নেন।
হ্যান্ডস্ট্যান্ডে মুখ দিয়ে সর্বোচ্চ ওজন উত্তোলন :
উত্তরপ্রদেশের মিরাটের একজন ৩৮ বছর বয়সী ব্যক্তি, সমস্ত প্রতিকূলতাকে পরাজিত করে অধ্যবসায় এবং কষ্টের বিরুদ্ধে জয়ের একটি অবিশ্বাস্য গল্পে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন। তিনি হ্যান্ডস্ট্যান্ডে মুখ দিয়ে সর্বোচ্চ ওজন উত্তোলন করার বিশ্ব রেকর্ড গড়েছেন। এই রেকর্ডটি এর আগে মুম্বাইয়ের বিকাশ স্বামী অর্জন করেছিলেন। উত্তরপ্রদেশের এই ব্যক্তি ২০১০ সালে একটি বিধ্বংসী বাইক দুর্ঘটনার শিকার হওয়া সত্ত্বেও হ্যান্ডস্ট্যান্ড করার সময় ৮০ কেজির বেশি ওজন তোলেন।
মহিলার মুখে সর্বোচ্চ দাঁতের সংখ্যা :
২৬ বছর বয়সী এক ভারতীয় মহিলা তার মুখে ৩৮টি দাঁতের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। কল্পনা বালান নামে এই মহিলা মুখে সর্বোচ্চ সংখ্যক দাঁতের রেকর্ড গড়েছেন। তার চারটি অতিরিক্ত ম্যান্ডিবুলার (নিচের চোয়াল) দাঁত এবং দুটি অতিরিক্ত ম্যাক্সিলারি (উপরের চোয়াল) দাঁত রয়েছে।
মাথা দিয়ে নারকেল ফাটানো :
সাইদালাভি কেভি একটি নানচাকু ব্যবহার করে মানুষের মাথায় সর্বাধিক সংখ্যক নারকেল ভেঙে ফেলার অস্বাভাবিক খেতাব অর্জন করেন। এক মিনিটে, তিনি মোট ৬৮টি নারকেল ভেঙে ফেলতে সক্ষম হন এবং এটি করতে গিয়ে তিনি তার আগের ৪২টি নারকেলের ভাঙার রেকর্ড ভেঙে দেন।
পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার দ্বারা দ্রুততম হিট :
ব্যাডমিন্টন তারকা সাতবিকসাইরাজ রঙ্কিরেড্ডি একজন পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি দ্রুততম হিটের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন। তিনি একটি স্ম্যাশ ৫৬৫ কিমি/ঘন্টা গতিতে আঘাত করেছেন। বিশ্ব রেকর্ডটি ১৪ই এপ্রিল সেট করা হয়েছিল।
১২৭ ঘণ্টা ধরে নাচ:
১৬ বছরের সৃষ্টি সুধীর জগতাপ নাচের মাধ্যমে গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (World Book of Records) এ নাম তুলেছেন। একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন তার নাচ দিয়ে। সে একটানা ১২৭ ঘণ্টা নাচ করে বিশ্ব রেকর্ড গড়েছেন। ২৯সে মে থেকে ৩ রা জুন পর্যন্ত ১২৭ ঘণ্টা নেচে এই বিশ্ব রেকর্ড গড়েছেন সৃষ্টি।
সব থেকে ছোট কাঠের চামচ:
ভারতের বিশ্ব রেকর্ড (World Records India) এর মধ্যে আরেক রেকর্ড তৈরী হয়েছে বিহার থেকে। বিহারের একজন শিল্পী বিশ্বের সব থেকে ছোট কাঠের চামচ বানিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। এই চামচের দৈর্ঘ্য মাত্র ০.০৬ ইঞ্চি। এই বিষয়ে জানানো হয়েছে কাঠের চামচ বানানো সোজা হলেও এত ছোট কাঠের চামচ বানানো মুখের কথা নয়।
বিশ্বের সব থেকে বড় কার্ডের কাঠামো:
১৫ বছরের এক ভারতীয় বালক বিশ্বের সব থেকে বড় কার্ডের কাঠামো বানিয়ে গড়েছে বিশ্ব রেকর্ড। জানা গিয়েছে, কলকাতার অর্ণব দাগা ১,৪৩,০০০ কার্ড দিয়ে বিভিন্ন স্থাপত্য বানিয়েছে, যেমন রাইটার্স বিল্ডিং থেকে শহীদ মিনার, সেন্ট পল ক্যাথিড্রাল, ইত্যাদি।
উল্লেখ্য, উপরোক্ত রেকর্ডগুলি ছাড়াও একাধিক রেকর্ড গড়েছে ভারত। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে সেই সব মানুষদের নাম ওঠে যাঁরা গোটা পৃথিবীর মধ্যে ইউনিক কিছু করেন, যা সবার থেকে আলাদা, যা সবাইকে ছাপিয়ে গিয়েছে এমন কোনও করণের জন্য। সোশ্যাল মিডিয়ায় মাঝে এই সংস্থার তরফে সেসব খবর ভাগ করে নেওয়া হয়। এই বছরও তার অন্যথা হল না। এই রেকর্ডগুলির মধ্যে নজির গড়েছে ভারত।
- Related topics -
- দেশ
- ভারতীয়
- ভারত
- লাইফস্টাইল
- গিনেসবুক রেকর্ড
- বিশ্ব রেকর্ড
- রেকর্ড