অর্থনৈতিক

Cryptocurrency: ক্রিপ্টোকারেন্সির উপর GST বসাচ্ছে কেন্দ্র!

Cryptocurrency: ক্রিপ্টোকারেন্সির উপর GST বসাচ্ছে কেন্দ্র!
Key Highlights

ক্রিপ্টোকারেন্সির উপর এবার বসতে পারে জিএসটি বসাতে পারে ভারত সরকার। আর সেই নিয়েই উঠছে জল্পনা। শোনা যাচ্ছে, ক্রিপ্টোকারেন্সির উপর ২৮% কর বসানো হতে পারে।

ভারতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বড় পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে পারে কেন্দ্র? জানা যাচ্ছে, শীঘ্রই ক্রিপ্টোকারেন্সির উপর বসতে পারে বড় অঙ্কের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ( Goods and Service Tax) বা GST। জুনের ২৮-২৯ তারিখ অনুষ্ঠিত হবে GST কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকেই ক্রিপ্টোকারেন্সির উপর GST বসবে কিনা সেই সংক্রান্ত আলোচনা করা হবে।

দেশের এক বড় অংশের নাগরিকদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিশাল উৎসাহ রয়েছে। বেশ কয়েকমাস আগে একটি সমীক্ষায় দেখা গিয়েছিল-- দেশের অন্তত ৩০% নাগরিকের কাছে ক্রিপ্টো মালিকানা আছে। এই সমীক্ষা কতটা ঠিক আর কতটা ভুল- তা নিয়ে যথেষ্ঠ দ্বিমত আছে। কিন্তু, দেশে যে ক্রিপ্টো বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে- তা যে টায়ার ১ শহরকে ছাপিয়ে টায়ার ২ এমনকি টায়ার ৩ শহরেও ঢুকে পড়ছে তা নিয়ে কোনও জল্পনা নেই।

অর্থনৈতিক মহলে চর্চা ছিল, তবে কি ক্রিপ্টোকারেন্সিকে সম্পূর্ণভাবে আইনি স্বীকৃতি দেওয়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্র? যদিও আইনি স্বীকৃতি দেওয়া নিয়ে কেন্দ্রীয় বাজেটের সময় কিছু জানায়নি কেন্দ্র। 

জিএসটি সংক্রান্ত কথাবার্তা সেই জল্পনা আরও একটু উস্কে দিল। এখন দেখার, বাস্তবে এই জিএসটি সংক্রান্ত পদক্ষেপ কেন্দ্র বাস্তবায়নের দিকে হাঁটে কিনা।

প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিপ্টো ব্যবহারকারীদের কথা মাথায় রেখে, চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে ক্রিপ্টোকারেন্সির লেনদেনের থেকে প্রাপ্ত আয়ের উপর ৩০% কর বসানোর কথা ঘোষণা করেছিল সরকার। এমনকি, ১লা জুলাই থেকে লেনদেনের উপর ১% টিডিএস (TDS) নেওয়ার কথাও ঘোষণা করেছিল কেন্দ্র।