তারকা খচিত রেড কার্পেট, তাপসীকে রেসের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল রণবীরের

Friday, April 1 2022, 2:56 pm
highlightKey Highlights

ঝলমলে আউটফিটে রেড কার্পেটে বলিউডের একগুচ্ছ তারকা। দেখা গেল আয়ুষ্মান, জাহ্নবী, কিয়ারা, তাপসী, তেজস্বী থেকে রণবীর আরও অনেককে


গত বৃহস্পতিবার মুম্বইয়ে গ্র্যাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছিল। এই অ্যাওয়ার্ড শো-এ এদিন বলিউডের অনেক সেলিব্রেটি রেড কার্পেটে হেঁটেছেন। 

কোন কোন তারকা পুরস্কৃত হলেন তা জেনে নেওয়া যাক

‘এন্টারটেইনার অফ দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান। ‘মিলেনিয়াল স্টার অন দ্য রাইজ পুরস্কার’ পেয়েছেন কিয়ারা আডবানি। পপুলার চয়েস অ্যাওয়ার্ড-মোস্ট লাভড মিলেনিয়াল জিতেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। জাহ্নবী কাপুর পুরস্কৃত হয়েছেন ‘পপুলার চয়েস অ্যাওয়ার্ড - মোস্ট লাভড মিলেনিয়াল’ ট্রফি।

কিয়ারা আডবানি, আহানা কুমরা এবং হারনাজ সান্ধু কে ‘গ্র্যাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ডে’ ঝলমলে বোল্ড আউটফিটে দেখা গেল। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File