NRC : এনআরসি নিয়ে কী সিদ্ধান্ত নিল ভারত সরকার?

Wednesday, March 16 2022, 7:08 am
highlightKey Highlights

লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityanand Rai) জানিয়েছেন, এখনও দেশে NRC নিয়ে ফের কংক্রিট কোনও সিদ্ধান্ত দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। যা ফের বিতর্কের সৃষ্টি করেছে। কিন্তু নির্বাচনের সময় নরেন্দ্র মোদী (Narendra Modi)-অমিত শাহদের (Amit Shah) প্রচারের সবথেকে বড় ইস্যুই ছিল নাগরিকত্ব।


ফের শিরোনামে উঠে এল এনআরসি - ন্যাশনাল রেজিস্টার সিটিজেনস (NRC) প্রসঙ্গ। কবে থেকে দেশজুড়ে চালু হবে জাতীয় নাগরিকপঞ্জি (NRC)। এই নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে অনেক। একাধিকবার প্রসঙ্গ তুললেও কংক্রিট কোনও উত্তর মেলেনি কেন্দ্রের তরফে। একাধিকবার প্রস্তুতির কথা জানালেও NRC চালু করা নিয়ে সঠিকভাবে কোনও তথ্য মেলেনি। এমতাবস্তায় এবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হল, এখনও NRC চালু করা নিয়ে কিছু ভাবেনি সরকার।

নিত্যানন্দ রাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
নিত্যানন্দ রাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

উল্লেখ্য,পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ -এ (West Bengal Assembly Election) প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে নাগরিকপঞ্জি চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, ভোটপর্ব মিটে যাওয়ার পর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। আর এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের এই মন্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করল, তা বলাই বাহুল্য।

সুপ্রিম কোর্টের নির্দেশেই অসমে (Asam) NRC হয়েছে বলেও দাবি করেন তিনি। এর আগে ২০২০-র অগাস্ট এবং নভেম্বর মাসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছিলেন, NRC কার্যকরের ব্যাপারে সরকার এখন কোনও সিদ্ধান্ত নেয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File