টেকনোলজি

টুইটারের মতো এবার গুগলও কর্মী ছাঁটাইয়ের পথে,চালু করা হয়েছে নতুন পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম!

টুইটারের মতো এবার গুগলও কর্মী ছাঁটাইয়ের পথে,চালু করা হয়েছে নতুন পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম!
Key Highlights

সংস্থার আয় বৃদ্ধির জন্য কর্মী ছাঁটাইকেই উপায় বেছে নিয়েছে বিশ্বের বিভিন্ন নামজাদা সংস্থা গুগল।

গুগলের তরফে নতুন পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। যার জেরে চাকরি যেতে পারে হাজার হাজার নিম্ন কর্মক্ষমতা সম্পন্ন কর্মীর। পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের উল্লেখ করে বলা হয়েছে যে, পরে বছরের শুরুতেই তা চালু করা হবে। যার জেরে ওই সংস্থার মানবসম্পদ আধিকারিকের কাছে কর্মীকে বের করে দেওয়ার পথ সহজ হবে।

বোনাস ও স্টক দেওয়া এড়াতে ব্যবহার করা হতে পারে পারফরমেন্স রেটিং

সূত্রের খবর অনুযায়ী, নতুন ব্যবস্থার অধীনে গুগলের প্রায় ৬ শতাংশ কর্মী বা প্রায় ১০ হাজার কম কর্মক্ষমতার কর্মীকে চিহ্নিত করতে বলা হয়েছে। এর আগেকার পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমে ২ শতাংশ কর্মীকে রাখার ইঙ্গিত দেওয়া হয়েছিল।

ইতিমধ্যেই সারা বিশ্বে আমাজন, টুইটার ও মেটা হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছে। টুইটারের প্রধান ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইটের মালিকানা নেওয়ার পরে সেখানকার ৭৫০০ কর্মীর অর্ধেককে ছাঁটাই করার ইঙ্গিত দিয়েছিলেন। অন্যদিকে এক বিশ্বখ্যাত সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী অ্যামাজনও তাদের সংস্থায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিলেন।

এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই হতে যাচ্ছে। ইতিমধ্যে ফেসবুকের মূল সংস্থা মেটা তাদের সংস্থার প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছেন। এই সংখ্যাটি সারা বিশ্বে তাদের কর্মী সংখ্যার ১৩ শতাংশের মতো। এছাড়াও মাইক্রোসফট বহু কর্মীকে ছাঁটাই করেছে।


Supreme Court | দেশের বিচারব্যবস্থা অন্ধ নয়, এই বার্তা দিয়ে বদলে গেল লেডি জাস্টিসের মূর্তি! খুললো চোখের বাঁধন
S Jaishankar | 'সন্ত্রাসবাদ কখনই দুই দেশের সম্পর্ক মজবুত করে না'! পাকিস্তানে গিয়ে বার্তা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
Centralised Referral System | জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্যে পরীক্ষামূলকভাবে কেন্দ্রীয় রেফারেল পদ্ধতি চালু করলো স্বাস্থ্য ভবন
Droho Carnival | চিকিৎসকদের 'দ্রোহ কার্নিভাল' ঘিরে অশান্তির সম্ভাবনা, ৭টি জায়গায় ১৬৩ ধারা জারি করে জমায়েত নিষিদ্ধ করলো পুলিশ
Durga Puja Carnival | রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের জেরে বন্ধ একাধিক রাস্তা, নিষিদ্ধ পার্কিং! কোথায় কোথায়? জেনে নিন
Oscar Bruzon | ইস্টবেঙ্গলের নতুন কোচের দায়িত্বে অস্কার ব্রুজ়ো, ১৯ অক্টোবরের ISL ডার্বিতে ব্রুজ়োকেই দেখা যাবে ইস্টবেঙ্গলের ডাগ আউটে
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য