Google Layoffs: বিনা নোটিশে না দিয়ে এক দম্পতিকে ছাঁটাই করল গুগল!

Friday, January 27 2023, 10:33 am
highlightKey Highlights

সুন্দর পিচাই কর্তৃক বরখাস্ত করা কর্মচারীদের কেন 'Golden 12K' বলা হচ্ছে?


গুগল সংস্থায় কাজ করতেন একজন বিবাহিত দম্পতি। একই সময়ে ইমেল পাঠিয়ে দু’জনকেই ছাঁটাই করল এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। সংবাদমাধ্যম বিজ়নেস ইনসাইডারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোনও আগাম নোটিশ ছাড়াই এই দম্পতিকে একই সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার ইমেল পাঠানো হয়েছিল।

সম্প্রতি কর্মী ছাঁটাই অভিযানে নেমেছে গুগল, মাইক্রোসফ্‌ট-সহ অনেকগুলি আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এমনকি প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করা কর্মীদেরও রেয়াত করছে না গুগল। গত ১৮ই জানুয়ারি একসঙ্গে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফ্‌ট এবং গুগলও প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।

প্রসঙ্গত, ওই মহিলা গত ছ’বছর ধরে গুগলে কাজ করেছিলেন এবং তাঁর স্বামীও দু’বছর হল সংস্থায় যোগ দিয়েছিলেন। এমনকি তাঁরা সদ্য এক সন্তানের জন্ম দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের শেষের দিকে ঐ মহিলার সন্তান হয় এবং তারপর থেকেই তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। কিন্তু এরই মধ্যে দম্পতিকে একসঙ্গে ছাঁটাই করল সংস্থা।

Trending Updates

এবিষয়ে গুগলের সিইও সুন্দর পিচাই-এর মতামত জানতে চাইলে তিনি জানান যে, অতিরিক্ত কর্মী নিয়োগই হল বহু সংখ্যক কর্মী ছাঁটাইয়ের প্রধান কারণ। কারণ, একদিকে বিগত দু’বছরে প্রচুর কর্মী নিয়োগ করেছে সংস্থা। অন্যদিকে অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার বৃদ্ধি ত্বরান্বিত করবে বলেও তাঁর দাবি। ভবিষতের কথা মাথায় রেখে বরখাস্ত কর্মীদের চার মাসের বেতন-সহ বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছিল গুগল সংস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File