Freddy Rincón: ক্রীড়া জগতে ফের শোকের ছায়া! প্রয়াত ফুটবলার ফ্রেডি রিনকন

Thursday, April 14 2022, 9:48 am
highlightKey Highlights

পথ দুর্ঘটনায় প্রয়াত ফ্রেডি রিনকন। কলম্বিয়ার হয়ে খেলার পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়েও তিনি খেলতেন।


ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলম্বিয়া ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার ফ্রেডি রিনকনের। গত সোমবার একটি পথ দুর্ঘটনায় আক্রান্ত হয়ে কলম্বিয়াতে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু শেষ রাখা হল না। বুধবার কলম্বিয়াতে একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর।

১৯৯০ সালে বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিরুদ্ধে গোল করেন তিনি। তাঁর গোলের জন্যই দল ১-১ এ ড্র করেছিল। যার ফলে শেষ ১৬-তে কলম্বিয়া জায়গা পায়। ২৮ বছর পর বিশ্বকাপে সুযোগ পেয়ে শেষ ১৬ তে জায়গা হয়েছিল ফ্রেডির জন্যই। ১৯৯৩ সালে বুয়েনস আয়ার্সে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারানোর ঐতিহাসিক ম্যাচের গোলদাতা ছিলেন তিনি। দুটো গোল করেন। ১৯৯৪ সালে তিনি ব্রাজিলের ক্লাব পালামিরাসে যোগ দেন। তারপর চলে যান ইউরোপ। নাপোলিতে যোগ দেন। সেখান থেকে যান রিয়াল মাদ্রিদে। তিনি হলেন প্রথম কলম্বিয়ার ফুটবলার যিনি লা লিগায় খেলেছেন। ১৯৯৬ সালে ফিরে আসেন ব্রাজিলে। কোরিনথিয়ানসের হয়ে তিনটে ট্রফি জেতেন তিনি। ২০০৪ সালে সবধরনের ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে যুক্ত হন। ব্রাজিলের থার্ড ডিভিশনের দল অ্যাটলেটিকো মিনেইরোতে কোচিং করান। এরপর মিলিয়নিয়ার ডি কলম্বিয়াতে যোগ দেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File