India vs Australia ODI 2023 | বিশ্বকাপ ফাইনালের জন্য চলবে বিশেষ ট্রেন! ভারত বনাম অস্ট্রেলিয়া মহারণের মাঝেই রয়েছে একাধিক বিনোদন চমক!

Saturday, November 18 2023, 2:29 pm
highlightKey Highlights

২০ বছর পর মুখোমুখি হতে চলেছে ভারত - অস্ট্রেলিয়া। ম্যাচের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত সেন্ট্রাল রেলের। আইসিসি বিশ্বকাপ ফাইনালের মাঝেও রয়েছে এন্টারটেনমেন্ট ব্লাস্ট। দেখুন ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ বিশ্বকাপ ফাইনালে কী চমক থাকছে।


আগামীকাল, ১৯সে নভেম্বরের জন্য তৈরি হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad) থেকে শুরু করে ভারতীয়রাও। কারণ রবিবারে বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। রবিবার আহমেদাবাদে আয়োজিত হতে চলেছে আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ম্যাচ। দুপুর ১.৩৫ থেকে ১টা ৫০ পর্যন্ত চলবে এই ম্যাচের জন্য বায়ুসেনার তরফে এয়ার শো। এছাড়াও রয়েছে একাধিক আয়োজন।

ভারত বনাম অস্ট্রেলিয়া ২০২৩ (India vs Australia 2023) বিশ্বকাপ ফাইনালে রয়েছে ইনিংস ব্রেকে প্রীতম চক্রবর্তী, জনিতা গান্ধি, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাশা সিং ও তুষার জোশীর পারফরমেন্স। দ্বিতীয় ইনিংস ড্রিঙ্কস ব্রেকে হবে লেজার ও লাইট শো। এছাড়াও আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final) এ রয়েছে আরো বিভিন্ন জাকজমক অনুষ্ঠান। জানা গিয়েছে, ফাইনালে মাঠে থাকতে পারেন প্রধানমন্ত্রী মোদিও (Narendra Modi)। পাশাপাশি সূত্র মারফত খবর, এই ম্যাচে থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)।

Trending Updates

জানা গিয়েছে, ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ (India vs Australia ODI 2023) ফাইনালে বিশ্বকাপজয়ী অধিনায়কদের বিশেষভাবে সম্মান জানাবে বিসিসিআই (BCCI)। জানা গিয়েছে, এখন পর্যন্ত সকল চ্যাম্পিয়ন হওয়া অধিনায়কদের বিশেষ ব্লেজার দেওয়া হবে। ফাইনাল ম্যাচের মাঝপথে জায়গা করে নেবে তার সম্মান। অধিনায়কদের ব্লেজার দেওয়ার আগে তাদের কিছু ছোট ভিডিও স্টেডিয়ামের পর্দায় দেখানো হবে। খেলার এই বিরতির সময় হবে 'প্যারেড অফ চ্যাম্পিয়নস'। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ লয়েড থেকে শুরু করে ২০১৯ সালের ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান থাকবেন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কদের প্যারাডে। ২০ সেকেন্ডের একটি ভিডিওয় দেখানো হবে সব কটি বিশ্বকাপের বিজয় মুহূর্ত। তাঁদের সম্মানিত করা হবে বিশেষ ব্লেজারে। তবে পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী তথা ইমরান খান পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হলেও তিনি বর্তমানে জেলে রয়েছেন , তাই তিনি অংশগ্রহণ করতে পারবেন না এটা নিশ্চিত।

ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ (India vs Australia ODI 2023) বিশ্বকাপ ফাইনালের অন্যতম আকর্ষণ হতে চলেছে সুরকার প্রীতমের (Pritam) লাইভ পারফরম্যান্স। তাঁর সঙ্গে পারফর্ম করবেন পাঁচশোর বেশি নর্তকী ও আরও অনেকে। প্রীতম ছাড়াও পারফর্ম করবেন জনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাসা সিং, তুষার যোশির মত তারকারা।

এখানেই শেষ নয়। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় জলপানের বিরতিতে থাকবে ৯০ সেকেন্ডের লাইট অ্যান্ড লেজার শো। এছাড়া খেলাশেষে নতুন বিশ্বচ্যাম্পিয়নকে বরণ করতে থাকবে আলোকজ্জ্বল উপস্থাপনা। জানা গিয়েছে, আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final) উপলক্ষ্যে ১২০০ ড্রোন রাতের আকাশে তৈরি করবে জাদু মুহূর্ত।

রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপের ময়দানে মুখোমুখি হতে চলেছে ২০ বছর পর। এই ম্যাচ দেখতে আসবেন দেশ বিদেশ থেকে অসংখ্য দর্শক। আর দর্শকদের ম্যাচ দেখার সুবিধা করার জন্যই বিশেষ সুপারফাস্ট ট্রেন চলবে সেন্ট্রাল রেলওয়ে। সূত্রের খবর, এই স্পেশাল ট্রেনগুলির মধ্যে একটি হল CSMT-আহমেদাবাদ স্পেশাল ট্রেন (ট্রেন নং 01153)।

রেল সূত্রে খবর, এই ট্রেনটি মুম্বই থেকে ছাড়বে ১৮ই নভেম্বর শনিবার রাত সাড়ে ১০ টায় এবং পরের দিন ভোর ৬টা বেজে ৪০ মিনিটে পৌঁছবে আহমেদাবাদে। এছাড়া অপরটি হল আহমেদাবাদ-CSMT স্পেশাল ট্রেন (ট্রেন নং 01154)। এটি ম্যাচ শেষে ২০ই নভেম্বর রবিবার রাত ১টা বেজে ৪৫ মিনিটে আহমেদাবাদ থেকে ছাড়বে ট্রেনটি আর ওই দিনই ১০টা ৩৫মিনিটে মুম্বই সেন্ট্রাল পৌঁছবে বিশেষ ট্রেনটি। এই বিশেষ ট্রেনগুলিতে এসি- ২ টায়ার এবং এসি-৩ টায়ার সহ স্লিপার ক্লাস এবং জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে। দাদর , পালঘর , ভাপি , সুরাত , বোরিভালি , ভালসাদ , নভসারি এবং ভদোদরা স্টেশনে থামবে এই দুটি ট্রেন ।

ভারতীয় রেলের তরফে জানা গিয়েছে, বিমান ভাড়ার চেয়ে এই ট্রেনের টিকিটের দাম অনেকটাই কম। যাত্রীদের জন্য ৬২০ টাকায় স্লিপার ক্লাসের টিকিট, ১,৫২৫ টাকায় থ্রি এসি ইকোনমি বার্থ, ১,৬৬৫ টাকায় স্ট্যান্ডার্ড থ্রি এসি সিট এবং ৩,৪৯০ টাকায় ফার্স্ট ক্লাস এসি থাকার ব্যবস্থা করা হয়েছে এই স্পেশ্যাল ট্রেনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File