সরকারী ভাবে ঘোষণা করা হল ইস্টবেঙ্গলের কোচের নাম, দায়িত্বে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ

Wednesday, July 27 2022, 6:01 pm
highlightKey Highlights

সরকারী ভাবে কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, দায়িত্ব তুলে দেওয়া হল ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের হাতে।


কোচের নাম ঘোষণা করলো ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল এবং ইমামির চুক্তি পত্রে সই এখনও বাকি রয়েছে। আগামী ২রা আগস্ট সেই সই হওয়ার কথা, কিন্তু তার আগে লাল-হলুদের নতুন ইনভেস্টাররা দল গঠনের কাজ শুরু করে দিয়েছে।

ইস্টবেঙ্গলের বর্তমান কোচের পদে ঘোষণা করা হল স্টিফেন কনস্ট্যানটাইনের নাম

দুই দিন আগেই খবর ছড়িয়ে পড়েছিল ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন স্টিফেন কনস্ট্যানটাইন। সেই খবরের উপরই শিলমোহর দিল লাল-হলুদ কর্তৃপক্ষ। সরকারী ভাবে ইনভেস্টারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ব্রিটিশ প্রশিক্ষক স্টিফেন কনস্ট্যানটাইন আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের হেড কোটের হট সিটে বসবেন।

ভারতীয় ফুটবলকে ঘিরে স্টিফেনের যা ধারণা বা জ্ঞান রয়েছে তা আইএসএল-এর অন্যান্য দলের কোনও কোচের রয়েছে কি না সেই বিষয়ে সংশয় রয়েছে। দীর্ঘ সময় ভারতের জাতীয় দলের কোচের পদে ছিলেন তিনি। তাঁর কোচিং-এই ২০১৯ সালে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলেন সুনীল ছেত্রী- সন্দেশ ঝিংঘানরা। লন্ডন নিবাসী কোচ দুই দফায় ভারতের কোচিং করিয়েছেন। ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত ভারতীয় দলকে প্রশিক্ষণ দেন তিনি। এর পর ২০১৫ সালে ভারতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হন এবং দায়িত্ব সামলান ২০১৯ পর্যন্ত।

আগামী দুই দিনের মধ্যেই অ্যাকাডেমির কিছু ফুটবলার এবং প্রি কনট্র্যাক্টে থাকা ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দেবেন বিনো। বৃহস্পতিবার সকালে কলকাতায় আসার কথা রয়েছে কেরলের সন্তোষ ট্রফি জয়ী কোচের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File