খেলাধুলা

মেসির জন্য বিশেষত এবারের বিশ্বকাপ জিততে চান আর্জেন্টাইনরা, মারাদোনার দেশের তারকা স্ট্রাইকার এমনটাই জানালেন

মেসির জন্য বিশেষত এবারের বিশ্বকাপ জিততে চান আর্জেন্টাইনরা, মারাদোনার দেশের তারকা স্ট্রাইকার এমনটাই জানালেন
Key Highlights

মেক্সিকোর বিরুদ্ধে জয় লাভের পর আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের স্বপ্ন বজায় রেখেছে।

পোল্যান্ডের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে নিতে পারলেই কোনও সরাসরি বিশ্বকাপের শেষ ১৬-এ পৌঁছে যেতে পারবে আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফুটবলের অন্যতম তারকা হার্নান ক্রেস্পো জানিয়েছেন, এই বছর বিশ্বকাপের ক্ষেত্রে দলের আগেও লিওনেল মেসি সমর্থকদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

মেসির জন্য এবারের বিশ্বকাপ নিয়ে আরও বেশি উৎসাহী আর্জেন্টিনা ভক্তরা,

আর্জেন্টাইন ফুটবলের অন্যতম তারকা হার্নান ক্রেস্পো জানিয়েছে, এই বছরের বিশ্বকাপ দলের থেকেও বেশি করে লিওনেল মেসির জন্য জিততে চান আর্জেন্টাইন সমর্থকেরা। বিশ্বকাপ শুরুর আগেই লিওনেল মেসি জানিয়েছেন, এটা তাঁর শেষ বিশ্বকাপ হয়ে চলেছে। বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্রের ট্রফি ক্যাবিনেটে ফুটবল সার্কিটের সব বড় ট্রফি রয়েছে শুধু মাত্র বিশ্বকাপ ছাড়া। ৮ বারের ব্যালন ডি'ওর জয়ী তারকা বিশ্বকাপ ছাড়া কেরিয়ার শেষ করবেন এটা মেনে নেওয়াটা কষ্টকর। হয়তো ফুটবল দেবতাও চান না সর্বকালের সেরা তারকাকে বিশ্বকাপের মঞ্চে খালি হাতে ফেরাতে। তাই মেসিও মরিয়া নিজের সর্বস্য নিংরে দিয়ে দলকে বিশ্বকাপ এনে দিতে।

প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে অবিশ্বাস্য হারে চাপ বাড়ে আর্জেন্টিনার। সৌদির বিরুদ্ধে মেসির গোলে এগিয়ে গিয়েও ২-১ গোলে হার স্বীকার করতে হয় আর্জেন্টিনাকে। এই অবস্থায় মেক্সিকোর বিরুদ্ধে যে কোনও মূল্যে জয় প্রয়োজন ছিল আর্জেন্টিনার। ড্র করলে চাপ বজায় থাকত। মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে মেসির দুরন্ত গোল এবং তার পাস থেকে এনজো ফার্নান্ডেজের বাঁধিয়ে রাখার মতো গোল আর্জেন্টিনাকে দারুণ ভাবে প্রতিযোগীতায় টিকিয়ে রেখেছে।

কটঅফসাইডের প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ ফ্রি টু প্লে হাফ টাইম কুইজে হার্নান ক্রেস্পো বলেছেন, 'দু'টো প্রতিযোগীতায় ওর সঙ্গে আমি খেলেছি। জার্মানি বিশ্বকাপ ২০০৬ এবং ২০০৭ সালে কোপা আমেরিকায়, যেখানে ফাইনালে আমরা পরাজিত হই। আমি অত্যন্ত ভাগ্যবান ওর সঙ্গে ওই দুই প্রতিযোগীতায় খেলায়। ওই বয়সেও বুঝতে পেরেছিলাম মহান খেলোয়াড় ও। টাচ, তৎপরতা এবং অবশ্যই স্কিলের দিক থেকে ভিন্ন এক জন খেলোয়াড়। দর্শনীয় লাগত ওকে দেখতে। অনুশীলন শেষে আপনার চোখ সব জায়গায় সব জায়গায় ঘুরবে কারণ একটু আগেই বল নিয়ে ওকে জাদুকরী সব কাজ করতে দেখেছেন। আমরা মনে হয় ফুটবলের সমস্ত কিছু অর্জন করার যোগ্য ও। প্রতিপক্ষ, নিয়ম, সমর্থক, ক্লাব কিংবা দেশ যার হয়ে ও প্রতিনিধিত্ব করে, সবের জন্য ওর মনে সম্মান রয়েছে। আমি জানি না এই বিশ্বকাপে কী হতে চলেছে, কিন্তু আমি মনে করি ফুটবল ওর কাছে ঋনি। একটা বিশ্বকাপ ওর প্রাপ্য।'

তিনি বলেছেন, 'আমরা আর্জেন্টাইনরা চাই এই বছর বিশ্বকাপ জিতুক লিওনেল মেসি এবং তার পর আমরা চাই আর্জেন্টিনা জিতুক। ও আমাদের কাছে আগে, অনেক বেশি গুরুত্বপূর্ণ মেসির বিশ্বকাপ জয়। আমাদের সকলের অঙ্গ ও এবং ১৫ বছর ধরে তেমনই রয়েছে। ও সত্যই এটার প্রাপ্য।'


Bankura | বাঁকুড়ায় ডাম্পারের ধাক্কায় দুরমুশ যাত্রীবোঝাই বাস! আহত ৬ যাত্রী
Banke Bihari Temple | বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে প্রণামীর টাকা চুরি! অভিযোগের তীর এক ব্যাঙ্ক কর্মীর দিকে
Donald Trump | ট্রাম্প নাকি ‘বদ্ধ পাগল’! মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে পথে নেমেছেন বিক্ষুব্ধ জনগণ!
Weather Update | রামনবমীর দিন কেমন থাকবে মহানগরীর আবহাওয়া? একনজরে দেখে নিন
Jasprit Bumrah | চোটের কবল থেকে ফিরেই মাঠে নামছেন বুমরাহ! আইপিএলে কোন ম্যাচে দেখা পাবেন তাঁর?
IAF Plane Crash | গত সপ্তাহেই হয়েছিল বাগদান, বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো বায়ুসেনার এক তরুণ জওয়ানের
নির্বাচনে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে বিস্তারিত জানুন | Learn more about the electronic voting machines( EVM) used in elections