আন্তর্জাতিক

Ronaldo Helps Earthquake Victims In Syria & Turkey: প্রকাশ্যে এল রোনাল্ডোর মানবিক মুখ

Ronaldo Helps Earthquake Victims In Syria & Turkey: প্রকাশ্যে এল রোনাল্ডোর মানবিক মুখ
Key Highlights

সিরিয়া ও তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য কেয়ার প্যাকেজ সহ একটি পূর্ণ বিমান পাঠিয়েছেন প্রখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। সেখানকার দুর্গত মানুষদের জন্য বিমানভর্তি ত্রাণসামগ্রী পাঠিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খাদ্যদ্রব্য, বালিশ, কম্বল, বিছানা, শিশুখাদ্য, দুধ ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছেন পর্তুগিজ মহাতারকা ‘সিআর সেভেন’।

মেরিহ ডেমিরাল নামে তুরস্কেরই এক ফুটবলার জানিয়েছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সই করা জার্সি নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুরস্কের আর্ত মানুষের ত্রাণকার্যে লাগানো হবে। 

তবে এটা কিন্তু প্রথমবার নয়, রোনাল্ডো অবশ্য পীড়িত মানুষের পাশে অতীতেও দাঁড়িয়েছিলেন। এর আগে এক শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য ৮৩ হাজার ডলার দিয়েছিলেন রোনাল্ডো। পর্তুগালের একটি ক্যানসার হাসপাতালে ১ লাখ ৬৫ হাজার ডলার আর্থিক সাহায্যও করেছিলেন তিনি। 

আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনাল্ডো অত্যন্ত শোকার্ত। আমার কাছে রোনাল্ডোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্প পীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে।

টুইটারে মেরিহ ডেমিরাল