Fraud MLA: বাজেট পেশের দিন রাজ্য বিধানসভায় ভুয়া বিধায়ক

Wednesday, February 15 2023, 12:08 pm
highlightKey Highlights

আমি এমএলএ। কোথাকার? আমতা আমতা করতেই বিধানসভায় ধরা পড়ে গেলেন ভুয়ো বিধায়ক


রাজ্য বিধানসভা থেকে ধৃত ভুয়ো বিধায়ক। বাজেট পেশের দিনে ভুয়ো বিধায়ককে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ধৃত ব্যক্তি বিধানসভার লবিতে ধরা পড়ার পর নিজেকে গজানন শর্মা বলে পরিচয় দিয়েছিলেন। তাঁর কাছে বৈধ কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান, ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। 

বিধানসভা সূত্রের খবর, অধিবেশন হলে প্রবেশের ঠিক আগে মঞ্চে 'গজানন' -কে আটকে দেওয়া হয়। সমাবেশে গেট থেকে অধিবেশন কক্ষ পর্যন্ত অনেক স্তরের নিরাপত্তা রয়েছে। সেখানে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি অসংলগ্ন উত্তর দিতে থাকেন। তাতেই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। ওই ব্যক্তির পরিচয়পত্রও চাওয়া হয়। দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানায় হস্তান্তর করা হয়।

আমাকে আনন্দ বোস পাঠিয়েছেন। বিধানসভায় ঢোকার অনুমতি রয়েছে আমার। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন।

পুলিশের হাতে ধরা পড়ার পর সংবাদমাধ্যমকে বলেছে ভুয়ো বিধায়ক 
Trending Updates

বাজেটের দিন বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী থেকে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এমন একটি গুরুত্বপূর্ণ দিনে, কীভাবে তিনি নিরাপত্তা কর্ডন পেরিয়ে বিধানসভার লবিতে পৌঁছতে পেরেছিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File